WhatsApp আনল ড্রাফট লেভেল ফিচার, না পাঠানো মেসেজ এবার সহজেই পাঠাতে পারবেন

WhatsApp তাদের অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য একটি নতুন ফিচার রোল আউট করেছে। যেখানে কোনো চ্যাটে কিছু লেখার সময় যদি সেটি সেন্ড না করা হয় তাহলে তার উপরে 'ড্রাফট' লেভেল দেখা যাবে।

Update: 2024-11-12 07:58 GMT

WhatsApp Draft Message

WhatsApp তাদের অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য একটি নতুন ফিচার রোল আউট করেছে। যেখানে কোনো চ্যাটে কিছু লেখার সময় যদি সেটি সেন্ড না করা হয় তাহলে তার উপরে 'ড্রাফট' লেভেল দেখা যাবে। এছাড়াও হোয়াটসঅ্যাপের আইওএস ব্যবহারকারীরা নতুন হোক স্ক্রিন উইজেট পেয়েছে, যেখানে এক ক্লিকেই গুরুত্বপূর্ণ চ্যাটগুলি দেখা যাবে। আসুন ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপের এই নতুন দুই বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

WhatsApp এর অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপে এল ড্রাফট লেভেল

হোয়াটসঅ্যাপ এখন না পাঠানো অর্থাৎ আনসেন্ড মেসেজ সম্পর্কে ব্যবহারকারীদের জানাবে। এরফলে আপনি যখন একসঙ্গে অনেকের সাথে কথা বলবেন এবং কোনো কারণবশত মেসেজ লিখেও পাঠাতে ভুলে যাবেন তখন সহজেই বুঝতে পারবেন। অর্থাৎ হয়তো আপনি কাউকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছিলেন কিন্তু এর মাঝে গুরুত্বপূর্ণ কোনো মেসেজ চলে এসেছে এবং আপনি গুরুত্বপূর্ণ মেসেজটি রিপ্লাই করতে ব্যস্ত হয়ে পড়েছেন। এমত পরিস্থিতিতে আপনি চ্যাট লিস্টে ড্রাফট লেভেল সহ না পাঠানো মেসেজটি দেখতে পাবেন‌।

 

উপরের এই স্ক্রিনশটে যেমনটা আপনি দেখতে পাচ্ছেন যে, 'গুড মনিং' মেসেজটি না পাঠানোর কারণে 'ড্রাফট' লেভেল দেখা যাচ্ছে। উজ্জ্বল সবুজ রঙে এই লেভেল দেখা যাচ্ছে। ফলে আপনি আবার ওই চ্যাটে ঢুকে মেসেজটি সেন্ড করতে পারবেন। এছাড়া হোয়াটসঅ্যাপের নতুন ড্রাফট লেভেল আপনি যে পর্যন্ত মেসেজ লিখেছিলেন তারপর থেকে লিখতে দেবে।

হোয়াটসঅ্যাপের তরফে বলা হয়েছে যে, নতুন ড্রাফট লেভেল ফিচার ইতিমধ্যেই সমস্ত অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য নিয়ে আসা হয়েছে। এর পাশাপাশি আইওএস ব্যবহারকারীরা আরেকটি নতুন ফিচার পেয়েছে‌। এখন থেকে হোয়াটসঅ্যাপ আইওএস এর হোম স্ক্রিনে রিসেন্ট, ফেভারিট, পিনড, ফ্রিকোয়েন্টলি কন্ট্যাক্টেড কনভার্সেশন বিকল্প দেখা যাবে।

আপনি যদি এখনও হোয়াটসঅ্যাপের নতুন ফিচারগুলি না পেয়ে থাকেন তাহলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হলে গুগল প্লে স্টোর এবং আইওএস ব্যবহারকারী হলে অ্যাপ স্টোর থেকে নতুন আপডেট ডাউনলোড করতে পারবেন।

Tags:    

Similar News