নম্বর সেভ না করে কীভাবে WhatsApp মেসেজ করবেন? ৫টি উপায় শিখে রাখুন

হোয়াটসঅ্যাপে চ্যাট করার জন্য সাধারণত নম্বর সেভ করে থাকেন সবাই। তবে ৫টি উপায় রয়েছে যার মাধ্যমে কন্ট্যাক্ট সেভ না করেই, হোয়াটসঅ্যাপে করা যাবে মেসেজ।

Update: 2024-12-01 16:05 GMT

এখন কারও সঙ্গে যোগাযোগ করতে হলে সবথেকে ভরসাযোগ্য মাধ্যম WhatsApp। ছোট-বড় সবাই এখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। এই অ্যাপে চ্যাট করার জন্য সাধারণত বেশিরভাগ ইউজার নম্বর সেভ করে থাকেন। কিন্তু, এমন কিছু উপায় রয়েছে যার কায়দায় নম্বর সেভ না করেও ওই ইউজারকে হোয়াটসঅ্যাপে মেসেজ করা যাবে।

মোবাইল নম্বর সেভ না করে WhatsApp মেসেজ পাঠানোর উপায়

হোয়াটসঅ্যাপ বিল্ট ইন ফিচার্স

এর জন্য যাকে মেসেজ করতে চান তার নম্বরটি কপি করে নিন। এবার হোয়াটসঅ্যাপ ওপেন করে New Chat বাটনে ট্যাপ করুন। তারপর হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট-এর অধীনে আপনার নামে ট্যাপ করুন।

এবার কপি করা নম্বরটি পেস্ট করে হিট বাটনে ক্লিক করুন। যদি সেই ব্যক্তি হোয়াটসঅ্যাপে থাকে তাহলে তার সঙ্গে চ্যাট শুরু করতে পারবেন।

হোয়াটসঅ্যাপ লিঙ্ক

ফোনে ব্রাউজার ওপেন করে https://api.whatsapp.com/send?phone=xxxxxxxxxxএই লিঙ্কটি খুলুন। এখানে xxxxxxxx এর জায়গায় +৯১ দিয়ে ফোন নম্বরটি দিয়ে দিন। তারপর এন্টার ক্লিক করে Continue to Chat অপশনে ক্লিক করুন। এবার হোয়াটসঅ্যাপে রি-ডাইরেক্ট হয়ে যাবেন এবং চ্যাট শুরু করতে পারবেন।

ট্রুকলার অ্যাপ

ট্রুকলার অ্যাপ ওপেন করে ফোন নম্বর সার্চ করুন। স্ক্রল করে হোয়াটসঅ্যাপ বাটন খুঁজে তাতে ট্যাপ করুন। তারপর অ্যাপটি একটি হোয়াটসঅ্যাপ উইন্ডো ওপেন করবে, যেখানে আপনি তাকে মেসেজ পাঠাতে পারবেন।

গুগল অ্যাসিস্ট্যান্ট

ফোনের সেটিংসে গুগল অ্যাসিস্ট্যান্ট চালু করে, বলুন Send a WhatsApp Message to +। তারপর গুগল অ্যাসিস্ট্যান্ট-কে মেসেজটি বলতে হবে। স্বয়ংক্রিয়ভাবে সেই মেসেজ চলে যাবে ইউজারের কাছে।

সিরি শর্টকাট (আইফোন ইউজারদের জন্য)

সিরি শর্টকাট অ্যাপ ওপেন করে সেটিংসে Allow Untrusted Shortcut অন করে দিন। এবার WhatsApp to Non-Contact শর্টকাট ডাউনলোড করুন। এবার সেটা ওপেন করে ফোন নম্বর এন্টার করুন। তারপর একটি হোয়াটসঅ্যাপ চ্যাট উইন্ডো-তে রি-ডাইরেক্ট হবেন, সেখানে মেসেজ পাঠাতে পারবেন।

Tags:    

Similar News