WhatsApp: এই সমস্ত ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ, তালিকায় আপনারটা নেই তো
শীঘ্রই একাধিক আইফোন মডেলে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ। এক্ষেত্রে ইউজাররা কী করবেন তা জানিয়েছে মেটা। মূলত, ফোনগুলি পুরানো বলেই সেখানে হোয়াটসঅ্যাপ বন্ধ করা হচ্ছে।
২০২৫ সাল থেকে আইফোনের পুরনো মডেলে WhatsApp কাজ করবে না বলে জানিয়ে দিল মেটা। iOS ভার্সন ১৫.১ এর পুরনো যে অপারেটিং সিস্টেম চালিত ফোন রয়েছে সেখানে বন্ধ হবে হোয়াটসঅ্যাপ। এই তালিকায় রয়েছে আইফোন ৫এস, আইফোন ৬ এর মতো মডেল। এই আপডেট কার্যকর হবে ৫ মে, ২০২৫ থেকে। যারা এই সময়ের মধ্যে নতুন আইওএস ভার্সনে আপডেট করতে ব্যর্থ হবেন তারা আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না।
পুরনো iPhone মডেলে বন্ধ হচ্ছে WhatsApp
WABetaInfo এর রিপোর্ট বলছে, এক দশকের বেশি পুরনো আইফোনগুলি প্রভাবিত হবে। বিশেষ করে আইফোন ৫এস, আইফোন ৬ এবং আইফোন ৬ প্লাস। এই আইফোনগুলিতে সর্বশেষ আইওএস ১২.৫.৭ ভার্সন আপডেট করা যাবে। এটাই শেষ আপডেট। কিন্তু হোয়াটসঅ্যাপ চালানোর জন্য দরকার ১৫.১ ভার্সন। ফলে যে সমস্ত ডিভাইসগুলি এই ভার্সন আপডেট করতে ব্যর্থ হবে সেগুলিতে কাজ করা বন্ধ করবে হোয়াটসঅ্যাপ।
হাতে আছে ৫ মাস
এই সমস্ত আইফোন ব্যবহারকারীদের হাতে আর ৫ মাস সময় রয়েছে। এই সময়কালে পুরনো আইফোন ব্যবহারকারীরা নতুন ডিভাইসে আপগ্রেড করতে পারেন। এক্ষেত্রে দুটি বিকল্প রয়েছে - আইওএস ১৫.১ বা তার বেশি ভার্সনের আইফোন কেনা কিংবা সর্বশেষ অ্যান্ড্রয়েড ভার্সনযুক্ত অ্যান্ড্রয়েড ফোনে স্থানান্তর হওয়া।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা কী করবেন?
মেটা জানিয়েছে, এই সিদ্ধান্তে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা প্রভাবিত হবেন না। তাদের জন্য এমন কোনও ঘোষণা করা হয়নি। মূলত, বর্তমানে নতুন API ও উন্নত প্রযুক্তির ইন্টারফেস ও ফিচার রয়েছে হোয়াটসঅ্যাপে। যা পুরনো ফোনগুলি সাপোর্ট করে না। তাই এই সমস্ত পুরনো আইফোনের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের যত দ্রুত সম্ভব নতুন ডিভাইসে আপগ্রেড করতে বলা হয়েছে।