ভুয়ো এই সরকারি অ্যাপ ডাউনলোড করেননি তো? অজান্তে UPI অ্যাকাউন্ট থেকে গায়েব হবে টাকা

ইউপিআই টাকা চুরি করার জন্য ভুয়ো ‘পিএম কিশান যোজনা’ অ্যাপ বানিয়ে ঠকানো হচ্ছে গ্রাহকদের। এই নিয়ে সম্প্রতি সতর্ক করল পুলিশ। মিথ্যে প্রচার ও প্রলোভন দেখিয়ে করা হচ্ছে আর্থিক প্রতারণা।

Update: 2024-11-24 17:26 GMT

ছোট, বড় সবরকম লেনদেনের এখন ভরসা ইউপিআই। কারণ এই মাধ্যমে দ্রুত লেনদেন করা যায় টাকা ও পদ্ধতিও সহজ। আর সেই সুযোগ নিয়ে শুরু হয়েছে নয়া প্রতারণা। ভুয়ো ‘পিএম কিশান যোজনা’ অ্যাপ বানিয়ে ঠকানো হচ্ছে মানুষের। মিথ্যে প্রলোভন দেখিয়ে করা হচ্ছে আর্থিক প্রতারণা। এই নিয়ে সম্প্রতি সতর্কতা জারি করেছে তামিলনাড়ু পুলিশ। সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ, আর্থিক লেনদেনের জন্য অবশ্যই অফিশিয়াল ও বিশ্বস্ত অ্যাপ-ওয়েবসাইট ব্যবহার করা উচিত।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ফোনপে থেকে অননুমোদিত ভাবে টাকা ডেবিট হয়েছে। তদন্ত করার সময় দেখা যায় এই লেনদেন পিএম কিশান যোজনা নামক একটি ভুয়ো অ্যাপের সঙ্গে জড়িত। হোয়াটসঅ্যাপ-সহ একাধিক চ্যানেলের মাধ্যমে অ্যাপটি ছড়ানো হয়েছে। ফোনে ইন্সটল হওয়া মাত্রই SMS এবং ডিভাইসের অনুমতিগুলির উপর নিয়ন্ত্রণ অর্জন করছে হ্যাকাররা।

তামিলনাড়ুর সাইবার বিভাগ জানিয়েছে, প্রতারকরা SMS আসা বন্ধ করে দিয়ে ইউপিআই অ্যাপ্লিকেশনগুলি পরিচালনা করার চেষ্টা করছে। তারপর অননুমোদিত লেনদেন হতে থাকছে অ্যাকাউন্ট থেকে। শুধু তাই নয়, একটি ওয়েব ফর্মের মাধ্যমে নাম, আধার নম্বর, প্যান এবং জন্মতারিখের মতো সংবেদনশীল ব্যক্তিগত ডেটাও চুরি করছে অ্যাপটি।

সাইবার প্রতারণার এই অভিনব পদ্ধতিটি মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে মানুষের কাছে। সরকারি প্রকল্পের আড়ালে করা হচ্ছে আর্থিক প্রতারণা। ফোনপে-এর মতো ইউপিআই অ্যাপ ব্যবহার করে অননুমোদিত ব্যাঙ্ক লেনদেনের একাধিক ঘটনা সম্প্রতি সামনে এসেছে। চলতি মাসেই, ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে তামিলনাড়ুতে ৭টি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে।

তদন্তে আরও জানা গিয়েছে, গ্রাহকদের সম্মতি ছাড়াই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অপ্রত্যাশিতভাবে টাকা কেটে নেওয়া হচ্ছে। পাশাপাশি এই কেটে নেওয়া টাকাগুলির একটা বড় অংশ অ্যামাজন পে-তে স্থানান্তরিত করা হচ্ছে।

Tags:    

Similar News