JioSaavn Pro Free Subscription: ৩ মাস বিনামূল্যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন, দিওয়ালি উপলক্ষে জিওসাভান প্রো-র দুর্দান্ত অফার

JioSaavn Pro Free Subscription - দীপাবলি উপলক্ষে মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিওসাভান তাদের নতুন ব্যবহারকারীদের জন্য বিশেষ অফারের ঘোষণা করল। এই অফারে জিওসাভান প্রো-র তিন মাসের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে।

Update: 2024-10-29 09:59 GMT

দীপাবলি উপলক্ষে মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিওসাভান তাদের নতুন ব্যবহারকারীদের জন্য বিশেষ অফারের ঘোষণা করল। এই অফারে জিওসাভান প্রো-র তিন মাসের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে। এরফলে বিজ্ঞাপনমুক্ত মিউজিক, পার্সোনালাইজড প্লেলিস্ট এবং আনলিমিটেড ডাউনলোডের সুবিধা পাবে ব্যবহারকারীরা। জানিয়ে রাখি, জিওসাভান প্রো (JioSaavn Pro) পনেরোটি ভাষায় ১০০ মিলিয়নেরও বেশি গান ও মিউজিক শুনতে দেবে।

আসলে উৎসবের মরসুমে, জিওসাভনের লক্ষ্য নতুন ব্যবহারকারীদের আকর্ষণ করা এবং তাদের প্রিমিয়াম পরিষেবার সাবস্ক্রিপশন বাড়ানো। যেহেতু জিওসাভান বিনামূল্যেও পরিষেবা দিয়ে থাকে, তাই বেশিরভাগ ইউজার এর ফ্রি প্ল্যান ব্যবহার করে। উল্লেখ্য, ভারতে জিওসাভান এর পার্সোনাল সাবস্ক্রিপশনের দাম প্রতি মাসে ৮৯ টাকা।

কীভাবে পাবেন বিনামূল্যে JioSaavn Pro অফার

বিনামূল্যে জিওসাভন প্রো ব্যবহার করতে চাইলে এখন সাইন আপ করতে হবে এবং তিন মাসের বিজ্ঞাপন মুক্ত মিউজিক স্ট্রিমিং উপভোগ করা যাবে। তবে মনে রাখবেন কেবল নতুন ব্যবহারকারীরা এই অফারের ফায়দা তুলতে পারবেন।

জিওসাভান ফিচার

বিজ্ঞাপন-মুক্ত গান: কোনও অ্যাড ছাড়াই গান শোনা যাবে।

আনলিমিটেড ডাউনলোড: প্রিয় গান ডাউনলোড করা যাবে এবং অফলাইনে শোনা যাবে।

হাই-কোয়ালিটি অডিও: জিওসাভান প্রো উচ্চ মানের অডিও অভিজ্ঞতা সরবরাহ করে।

Similar News