WhatsApp কে টেক্কা দেবে দেশীয় Samvad অ্যাপ, উত্তীর্ণ হল নিরাপত্তা পরীক্ষায়
বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হল WhatsApp, যার এই মুহূর্তে ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৫০০ মিলিয়নেরও বেশি। তবে, সম্প্রতি ভারত সরকার এই প্ল্যাটফর্মকে টেক্কা দিতে Samvad নামে একটি অ্যাপ লঞ্চ করেছে। অনেকেই মনে করছেন অ্যাপটি খুব শীঘ্রই WhatsApp-এর বিকল্প হয়ে উঠবে।
প্রসঙ্গত, কয়েক বছর আগে এই Samvad অ্যাপ নিয়ে বেশ হইচই শুরু হয়েছিল। কারণ, এটি WhatsApp এর মতোই ফিচার অফার করার দাবি করছিল। তবে সেই সময় এর বাস্তবায়ন সম্ভব হয়নি। কিন্তু, বর্তমানে এই অ্যাপটি সকল নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর হোয়াটসঅ্যাপের মতো অ্যাপগুলির সাথে সরাসরি প্রতিযোগিতা করার জন্য প্রস্তুত।
DRDO গতকাল এক্স-এ একটি পোস্ট করে জানিয়েছে যে, Samvad অ্যাপের নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং এটি ট্রাস্ট লেভেল (TAL) ৪-ও পার করেছে। প্রসঙ্গত, সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেটিক্স দ্বারা প্রস্তুত করা এই অ্যাপটি আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে।
পাশাপাশি এই মুহূর্তে এর ওয়েব সংস্করণও বিদ্যমান। আর CDoT এর ওয়েবসাইট থেকে ওয়েব সংস্করণটি অ্যাক্সেস করা যেতে পারে। তবে ডাউনলোডের আগে আপনাকে এই অ্যাপের সাইন আপ পেজে গিয়ে সমস্ত তথ্য সহ সাইন আপ করতে হবে। এর জন্য নাম, ইমেইল, ঠিকানা, গ্রুপ, সেকশন, অর্গানাইজেশন এবং লোকেশন সহ একাধিক বিবরণ লিখতে হবে।
CDoT-এর ওয়েবসাইট অনুসারে, ব্যবহারকারীরা এই প্ল্যাটফর্মে ওয়ান-অন-ওয়ান এবং গ্রুপ মেসেজিং-এর সুবিধা পাবেন। এছাড়াও, ব্যবহারকারীরা এর মাধ্যমে কলও করতে পারবেন। আবার, হোয়াটসঅ্যাপের মতোই এতে স্ট্যাটাস দেওয়ার অপশন থাকবে। আর, ব্যবহারকারীরা এই প্ল্যাটফর্মে ফটো, ভিডিও, ডকুমেন্টস, কন্টাক্টস এবং লোকেশন সহ একাধিক বিবরণ ভাগ করে নেওয়ার সুবিধাও পেয়ে যাবেন।