WhatsApp Stop Working: এই অ্যান্ড্রয়েড ফোনগুলিতে 2025 সাল থেকে আর হোয়াটসঅ্যাপ সাপোর্ট করবে না
মেটা ঘোষণা করেছে যে 2025 সালের 1 জানুয়ারি থেকে কিটক্যাট ওএস বা তার চেয়ে পুরানো ওএস চালিত অ্যান্ড্রয়েড স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ আর কাজ করবে না।
WhatsApp Stop Supporting on These Smartphones: নতুন বছরে অর্থাৎ 2025 সালে কিছু অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কাজ করা বন্ধ করে দেবে হোয়াটসঅ্যাপ। মেটা ঘোষণা করেছে যে 2025 সালের 1 জানুয়ারি থেকে কিটক্যাট ওএস বা তার চেয়ে পুরানো ওএস চালিত অ্যান্ড্রয়েড স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ আর কাজ করবে না। অ্যাপের নিরাপত্তা বজায় রাখতে সংস্থা এই পদক্ষেপ নিয়েছে।
উল্লেখ্য, অ্যান্ড্রয়েড কিটক্যাট 2013 সালে লঞ্চ হয়েছিল। অর্থাৎ প্রায় 11 বছর আগে। এখন বেশিরভাগ অ্যান্ড্রয়েড স্মার্টফোন নতুন ভার্সনে চলে। তবে কিছু ডিভাইস আছে যেগুলি এখনও এই পুরানো ওএসে চলছে। এই ফোনগুলির জন্য WhatsApp এর সমর্থন বন্ধ করার অর্থ হল, WhatsApp আর ডিভাইসে আপডেট, বাগ ফিক্স বা সিকিউরিটি প্যাচ দেবে না। চলুন নতুন বছরে যেসব অ্যান্ড্রয়েড স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ সাপোর্ট বন্ধ হতে চলেছে তাদের নাম জেনে নেওয়া যাক।
1 জানুয়ারি থেকে WhatsApp সাপোর্ট করবে না এমন অ্যান্ড্রয়েড স্মার্টফোনের তালিকা
Samsung
Samsung Galaxy S4 Mini
Samsung Galaxy S3
Samsung Galaxy Note 2
Samsung Galaxy Ace 3
Motorola
Moto G
Moto RAZR HD
Moto E 2014
HTC
HTC One X
HTC One X+
HTC Desire 500
HTC Desire 601
LG
LG Optimus G
LG Nexus 4
LG G2 Mini
LG L90
Sony
Sony Xperia Z
Sony Xperia SP
Sony Xperia T
Sony Xperia V
হোয়াটসঅ্যাপের প্রাইভেসি ওয়েবপেজে বলা হয়েছে, অ্যাপটি শুধু অ্যান্ড্রয়েড 5.0 বা তার পরের ভার্সন এবং আইওএস 12 বা আরও নতুন সংস্করণে চলবে। এর আগে মেসেজিং প্ল্যাটফর্মটি ঘোষণা করেছিল যে, আইফোন 5s, আইফোন 6 এবং আইফোন 6 প্লাস ব্যবহারকারীরা তাদের ডিভাইসে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না। আইফোন ব্যবহারকারীরা তাদের ডিভাইস আপগ্রেড করার জন্য 2025 সালের 5 মে পর্যন্ত সময় পাবেন।