৮৯৯ টাকায় Noise লঞ্চ করল Bravo ইয়ারফোন, একটানা চলবে ৩৫ ঘন্টা
ভারতীয় ক্রেতাদের মন জিততে দেশীয় সংস্থা Noise সস্তায় নিয়ে আসলো তাদের নতুন একটি নেক ব্যান্ড ইয়ারফোন, যার নাম Noise Bravo। ১,৫০০ টাকার কম দামে আসলেও নতুন এই ইয়ারফোনে রয়েছে একাধিক উন্নতমানের ফিচার। ফলে এটি বাজার চলতি অন্যান্য সংস্থার সাশ্রয়ী মূল্যের ইয়ারফোনের সঙ্গে পাল্লা দিতে প্রস্তুত। তাছাড়া ক্রেতাদের তাক লাগাতে এতে রয়েছে এনভারমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন ফিচার। ইয়ারফোনটি ৩৫ ঘন্টার ব্যাটারি লাইফ অফার করবে। চলুন দেখে নেওয়া যাক নতুন Noise Bravo ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Noise Bravo ইয়ারফোনের দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে নয়েজ ব্র্যাভো ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ১,১৯৯ টাকা। তবে এখন ই কমার্স সাইট অ্যামাজনে এটি পাওয়া যাচ্ছে ৮৯৯ টাকায়। ইয়ারফোনটি সিয়ান ব্লু এবং জেড ব্ল্যাক, এই দুটি কালার অপশনে উপলব্ধ।
Noise Bravo ইয়ারফোনের স্পেসিফিকেশন ও ফিচার
নবাগত নয়েজ ব্র্যাভো ইয়ারফোনটি সিলিকন ইয়ারটিপের সাথে এসেছে। এর ডান ধারে রয়েছে একটি বাটন, যার মাধ্যমে মিউজিক নিয়ন্ত্রণ করা যাবে। আবার উন্নত মানের সাউন্ড সরবরাহের জন্য এতে ব্যবহৃত হয়েছে ১০ এমএম ডাইনামিক ড্রাইভার। এছাড়া ইয়ারফোনটিতে এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেশন ফিচার উপলব্ধ। এর সাথে থাকছে ব্লুটুথ ৫.২ কানেক্টিভিটি, যার রেঞ্জ ১০ মিটার পর্যন্ত বিস্তৃত।
অন্যদিকে একবার চার্জে Noise Bravo ইয়ারফোন ৩৫ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লে ব্যাক টাইম অফার করতে সক্ষম। আবার ফাস্ট চার্জিং সাপোর্ট করায়, মাত্র ১০ মিনিট চার্জে এটি ১০ ঘণ্টা পর্যন্ত চলবে। সর্বোপরি, ঘাম এবং জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য হেয়ারেবলটিকে IPX5 রেটিং দেওয়া হয়েছে।