Garena Free Fire Redeem Code Today for 12 February 2024: ফ্রি ফায়ার রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড
রয়্যাল ব্যাটেল গেম গ্যারেনা ফ্রি ফায়ার (Garena Free Fire) তার সুকৌশল গেমপ্লের জন্য ভার্চুয়াল গেমের দুনিয়ায় যথেষ্ট জনপ্রিয়। এখানে দশ মিনিটের রাউন্ডে ৫০ জন প্লেয়ার একসঙ্গে গেমে অংশগ্রহণ করতে পারে। তারপর রণক্ষেত্রে একে অপরকে পরাজিত করে যে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে, সেই হবে আসল বিজেতা। তবে যুদ্ধের ময়দানে দীর্ঘক্ষণ টিকে থাকার জন্য গেমারদের প্রয়োজন পড়ে বিভিন্ন ইনগেম আইটেম। যা তাদের নিজস্ব গ্যাঁটের কড়ি খরচ করে ইনস্টোর থেকে আগে কিনে নিতে হতো। কিন্তু এখন গেম প্রস্তুতকারী সংস্থাটি প্রতিদিন গেমারদের জন্য রিলিজ করে ১২ ডিজিটের রিডিম কোড (Redeem Code)। আর এই কোড সঠিক পদ্ধতি ব্যবহার করতে পারলেই মেলবক্সে চলে আসবে পুরস্কার। তাহলে আর দেরি কিসের? চলুন দেখে নেওয়া যাক আজকের ফ্রি রিডিম কোডগুলি।
Garena Free Fire Redeem Codes for 12 February
আজ অর্থাৎ 12 February এর Garena Free Fire Redeem Codes হল- FUTYJT5I78OI5CF2
• FUKTY7UJIE56RYHI
• FBVFTYJHR67UY4IT
• FYHJTY7UKJT678U4
• FTGBHDTRYHB56GRK
• FYHDBGTDTYHGR5FH
• F6GHTR6YHR6GRGYU
• FVYHFT6HYJT67LYP
• FDYHGBNE5RDTGE87
• FRJNTR67UH675Y4E
• FKJIT67UWEYHT4H4
• FRYHGVTWFBUE45HS
Free Fire Redeem Code Today 12.02.24
আজকের গ্যারেনা ফ্রি ফায়ার রিডিম কোড নীচে দেওয়া হল: FFUYTDFRVBNTMHO
- FIUHNRML6UO987Y
- FYHFGBFHSIUERA3
- FQSD23HK4R7YTGE
- FBRN5K6LO7IHLO9
- F876Y3TG45NYUKL
- FOHBGRTYHNR56OQ
- FI8762T5R3RFNKI
- FJTTRGE56YJH6GV
- F98ISYHWN3M45L6
How to Redeem Garena Free Fire Redeem Codes
- আজ অর্থাৎ ১২ ফেব্রুয়ারির গ্যারেনা ফ্রি ফায়ার রিডিম কোড থেকে পুরস্কার জেতার জন্য যান অফিসিয়াল রিডেম্পশন সাইট, https://reward.ff.garena.com/en -এ ।
- তারপর Facebook, Google, Twitter বা অন্যান্য সোশ্যাল আইডি দিয়ে লগ-ইন করুন।
- এরপর উল্লেখিত রিডিম কোড ওয়েবসাইটের টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে ‘Confirm Button’ -এ ক্লিক করুন। এবার একটি ডায়ালগ বক্স আসবে। এখানে ‘Ok’ বাটনে ক্লিক করুন।
- কোড রিডিম হয়ে গেলে ইনগেম মেল সেকশনে রিওয়ার্ড পাওয়া যাবে। তবে রিওয়ার্ড আসতে ২৪ ঘণ্টাও সময় লাগতে পারে। আর গেমাররা রিডিম কোডের বিনিময়ে গোল্ড, ডায়মন্ড এবং আরও অনেক কিছু পেতে পারেন।