Garena Free Fire Redeem Code Today for 13 December 2023: ফ্রি ফায়ার রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

By :  techgup
Update: 2023-12-13 03:10 GMT

জনপ্রিয় গ্যারেনা ফ্রি ফায়ার (Garena Free Fire) গেমারদের হাতে থাকে পুরস্কার পাওয়ার অঢেল সুযোগ। যদিও এর জন্য তাদের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করতে হয়। তবে যারা ইভেন্টে অংশগ্রহণ করতে পারেন না বা ইনস্টোর থেকে পয়সা খরচ করে বিভিন্ন ইনগেম আইটেম কিনতে পারেন না, তাদের জন্য গেম প্রস্তুতকারী সংস্থাটি প্রতিদিন রিলিজ করে ১২ ডিজিটের ফ্রি রিডিম কোড (Redeem Code)। এই কোড ব্যবহার করে গেমাররা সহজেই অর্জন করতে পারেন মূল্যবান ইনগেম আইটেম। তবে সেক্ষেত্রে তাদের মনে রাখতে হবে এই কোডগুলির বৈধতা ১২ থেকে ১৮ ঘন্টা। তাই সময় শেষ হওয়ার আগেই দেখে নিন আজকের ফ্রি রিডিম কোডগুলি।

Garena Free Fire Redeem Codes for 13 December 2023

আজ অর্থাৎ 13 December -র Garena Free Fire Redeem Codes হল - FKY89OLKJFH56GRG

  • FFCMCPSJ99S3
  • EYH2W3XK8UPG
  • UVX9PYZV54AC
  • V427K98RUCHZ
  • FFCMCPSUYUY7E
  • FFCMCPSEN5MX
  • FF11NJN5YS3E
  • ZZZ76NT3PDSH
  • FF10617KGUF9
  • NPYFATT3HGSQ
  • XZJZE25WEFJJ
  • 6KWMFJVMQQYG
  • MCPW2D2WKWF2

Free Fire Redeem Code Today 13.12.2023

আজকের গ্যারেনা ফ্রি ফায়ার রিডিম কোড নীচে দেওয়া হল: HHNAT6VKQ9R7

HFNSJ6W74Z48

E2F86ZREMK49

2FG94YCW9VMV

4TPQRDQJHVP4

FFDBGQWPNHJX

V44ZZ5YY7CBS

WD2ATK3ZEA55

TDK4JWN6RD6

XFW4Z6Q882WY

How to Redeem Garena Free Fire Redeem Codes

  • গ্যারেনা ফ্রি ফায়ার রিডিম কোড থেকে পুরস্কার জেতার জন্য যান অফিসিয়াল রিডেম্পশন সাইট, https://reward.ff.garena.com/en -এ।
  • তারপর Facebook, Google, Twitter বা অন্যান্য সোশ্যাল আইডি দিয়ে লগ-ইন করুন।
  • এরপর উল্লেখিত রিডিম কোড ওয়েবসাইটের টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে ‘Confirm Button’ -এ ক্লিক করুন। এবার একটি ডায়ালগ বক্স আসবে। এখানে ‘Ok’ বাটনে ক্লিক করুন।
  • কোড রিডিম হয়ে গেলে ইনগেম মেল সেকশনে রিওয়ার্ড পাওয়া যাবে। তবে রিওয়ার্ড আসতে ২৪ ঘণ্টাও সময় লাগতে পারে। আর গেমাররা রিডিম কোডের বিনিময়ে গোল্ড, ডায়মন্ড এবং আরও অনেক কিছু পেতে পারেন।

Tags:    

Similar News