Garena Free Fire Redeem Code for 20 May 2024: ফ্রি ফায়ার রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড
রয়্যাল ব্যাটেল গেম Garena Free Fire তার সুকৌশল গেমপ্লের জন্য ভার্চুয়াল গেমের দুনিয়ায় যথেষ্টই জনপ্রিয়তা অর্জন করেছে। এখানে দশ মিনিটের রাউন্ডে ৫০ জন প্লেয়ার একসঙ্গে গেমে অংশগ্রহণ করতে পারে। তবে যুদ্ধের ময়দানে দীর্ঘক্ষণ টিকে থাকার জন্য গেমারদের প্রয়োজন পড়ে বিভিন্ন ইনগেম আইটেম। এতদিন যা তাদের নিজস্ব গ্যাঁটের কড়ি খরচ করে ইনস্টোর থেকে আগে কিনে নিতে হতো।
কিন্তু এখন গেমারদের জন্য এসে গেছে বিশাল সুযোগ। কারণ গেম প্রস্তুতকারী সংস্থাটি প্রতিদিন গেমারদের জন্য রিলিজ করে ১২ ডিজিটের রিডিম কোড (Redeem Code)। আর এই কোড সঠিক পদ্ধতি ব্যবহার করতে পারলেই মেলবক্সে চলে আসবে পুরস্কার। তাহলে আর দেরি কিসের? চলুন দেখে নেওয়া যাক আজকের Garena Free Fire FF Redeem Codes।
Garena Free Fire FF Redeem Codes for 20 May 2024
আজ অর্থাৎ 20 May এর Free Fire FF Redeem Codes হল - W5XYZ8AB4C6DEFGH
• Q9R7S1T6U53V3WXK
• Y4Z7A2B3C83D1EFN
• GH3JKL4M7N3PQW8R
• STU6V2WX9YZ1ABCD
• EF5GHI7JKL9M0NPR
• Q2R4S7T1UV3W3XY8
• KL2M3N6P8QR7STUV
Garena Free Fire Redeem Codes for 19 May 2024 and Win Free Diamonds
আজকের গ্যারেনা ফ্রি ফায়ার এফএফ রিডিম কোড নীচে দেওয়া হল: IJ9KL1M2N4OP6QRS
T7UV8WX0YZ3ABCDE
FGH5IJK7LM9NPQ2R
S4T6U9V1W3XYZ7AB
C2DE4FG7HI9JKL0M
N1OP3QRS6T8UVWYZ
ABC5DEF8GHI2JKL4
M9NPQ1R3ST6UV8WX
How to Redeem Garena Free Fire Redeem Codes
আজ অর্থাৎ ২০ মে-র গ্যারেনা ফ্রি ফায়ার রিডিম কোড থেকে পুরস্কার জেতার জন্য যান অফিসিয়াল রিডেম্পশন সাইট, https://reward.ff.garena.com/en -এ ।
এরপর Facebook, Google, Twitter বা অন্যান্য সোশ্যাল আইডি দিয়ে লগ-ইন করুন।
তারপর উল্লেখিত রিডিম কোড ওয়েবসাইটের টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে ‘Confirm Button’ -এ ক্লিক করুন। এবার একটি ডায়ালগ বক্স আসবে। সেখানে ‘Ok’ বাটনে ক্লিক করুন।
কোড রিডিম হয়ে গেলে ইনগেম মেল সেকশনে রিওয়ার্ড পাওয়া যাবে। তবে রিওয়ার্ড আসতে ২৪ ঘণ্টাও সময় লাগতে পারে। আর গেমাররা রিডিম কোডের বিনিময়ে গোল্ড, ডায়মন্ড এবং আরও অনেক কিছু পেতে পারেন।