Garena Free Fire Redeem Code Today for 8 March 2024: ফ্রি ফায়ার রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

By :  techgup
Update: 2024-03-07 19:38 GMT

জনপ্রিয় গ্যারেনা ফ্রি ফায়ার (Garena Free Fire) রিলিজ করল আজকের ফ্রি রিডিম কোডগুলি। আর এই কোড ব্যবহার করে গেমাররা বিনামূল্যে অর্জন করতে পারবেন মূল্যবান ইনগেম আইটেম। তবে এর জন্য তাদের প্রথমেই যেতে হবে ফ্রি ফায়ার রিডেম্পশন ওয়েবসাইটে। তারপর কয়েকটি সহজ পদ্ধতি অনুসরণ করলেই মেলবক্সে চলে আসবে পুরস্কার। কিন্তু গেমারদের খেয়াল রাখতে হবে, এই কোডগুলি ১২ থেকে ১৮ ঘণ্টার জন্য বৈধ এবং একবার কোড ব্যবহার করা হয়ে গেলে দ্বিতীয়বার এর থেকে পুরস্কার পাওয়া যাবে না। তাই সবার আগে কোড ব্যবহার করার জন্য দেখে নিন আজকের ফ্রি রিডিম (Redeem Code) কোডগুলি।

Garena Free Fire Redeem Codes for 8 March 2024

আজ অর্থাৎ 8 March এর Garena Free Fire Redeem Codes হল - FTGFSBEN45K6YU8

  • FUJHYT6G7UJ6TUB
  • FTNMKVI87SYTGE3
  • F45NJ6YO9IO09UK
  • FIA765QRED2CFVG
  • FBH3JUF7Y6T5RFD
  • FSVWEBN4JM5KLT6
  • FOYIH8U7YTG8DBE
  • FKIY8OIR76UJT6H
  • FNDMEO4956UYHTG
  • FNMKOID8S7W6T3F

Free Fire Redeem Code Today 8.03.2024

আজকের গ্যারেনা ফ্রি ফায়ার রিডিম কোড নীচে দেওয়া হল: FNJU87RIU6Y56YIU

FV7YFHDN4M496LYP

F6T78KJHGSERFF87

FRJNTR67UH675Y4E

FUYFTHUJR67URYH4

F7UHYFRT67URU34S

FOGFUYJN67UR6OBI

FV7CYTGDRTUNMJEK

FYHR6TYHJ67YJ7TC

How to Redeem Garena Free Fire Redeem Codes

আজ অর্থাৎ ৮ মার্চের গ্যারেনা ফ্রি ফায়ার রিডিম কোড থেকে পুরস্কার জেতার জন্য যান অফিসিয়াল রিডেম্পশন সাইট, https://reward.ff.garena.com/en -এ ।

তারপর Facebook, Google, Twitter বা অন্যান্য সোশ্যাল আইডি দিয়ে লগ-ইন করুন।

এরপর উল্লেখিত রিডিম কোড ওয়েবসাইটের টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে ‘Confirm Button’ -এ ক্লিক করুন। এবার একটি ডায়ালগ বক্স আসবে। এখানে ‘Ok’ বাটনে ক্লিক করুন।

কোড রিডিম হয়ে গেলে ইনগেম মেল সেকশনে রিওয়ার্ড পাওয়া যাবে। তবে রিওয়ার্ড আসতে ২৪ ঘণ্টাও সময় লাগতে পারে। আর গেমাররা রিডিম কোডের বিনিময়ে গোল্ড, ডায়মন্ড এবং আরও অনেক কিছু পেতে পারেন।

Tags:    

Similar News