একই WhatsApp নম্বর দুটি স্মার্টফোনে ব্যবহার করা সম্ভব? ধাপে ধাপে পদ্ধতি জানুন
WhatsApp Linked Device ফিচারটির মাধ্যমে চারটি ডিভাইসে অ্যাকাউন্ট লগইন করা যায়। প্রাইমারি ফোনে অফলাইন থাকলেও ব্যবহার করা সম্ভব। QR কোড স্ক্যান করে সেকেন্ডারি ফোন, ল্যাপটপ বা ট্যাবে লগইন করতে পারবেন।;
বিশ্বজুড়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp- এর একটি আকর্ষণীয় ফিচার Linked Device। যার মাধ্যমে চারটি ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়। ব্যক্তিগত চ্যাট হোক অথবা অফিসের কাজ, যোগাযোগের বিশস্ত প্ল্যাটফর্ম হয়ে উঠেছে অ্যাপটি। এই অ্যাপে কি একই নম্বর দুটি স্মার্টফোনে ব্যবহার করা সম্ভব? এর উত্তর, একেবারেই সম্ভব।
WhatsApp Linked Device ফিচারটির মাধ্যমে চারটি ডিভাইস কানেক্ট করতে পারবেন। সেটা স্মার্টফোন হোক অথবা ট্যাব কিংবা ল্যাপটপ। প্রাইমারি ফোনে যদি অফলাইনও থাকেন, তাহলেও সমস্যা নেই। শুধু অন্য ডিভাইসে কানেক্ট করার জন্য প্রাইমারি ফোন থেকে QR কোড স্ক্যান করে লগইন করতে হবে। ধাপে ধাপে পদ্ধতিটি জেনে নিন।
একই মোবাইল নম্বর দুটি WhatsApp অ্যাকাউন্টে ব্যবহার করার পদ্ধতি
আপনি যদি সেকেন্ডারি অ্যান্ড্রয়েড ফোন বা আইফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চান তাহলে এই সহজ পদক্ষেপগুলি মেনে চলুন :
প্রথমে আপনার প্রাথমিক ডিভাইসে WhatsApp খুলুন।
তারপর স্ক্রিনের উপরের-ডান কোণে, সেটিংস খোলার জন্য থ্রি লাইন ডটে (মেনু আইকন) ক্লিক করুন। মেনু থেকে, লিঙ্কড ডিভাইস অপশনটি সিলেক্ট করুন।
এবার লিঙ্কড ডিভাইস অপশনে কোনও একটি ডিভাইস লিঙ্ক করার অপশনে চাপুন। একটি QR কোড স্ক্যানার চলে আসবে।
আপনার সেকেন্ডারি ফোনে যান। ইনস্টল না থাকলে WhatsApp ইনস্টল করুন। ইনস্টল হয়ে গেলে অ্যাপটি খুলুন।
যদি আপনার সেকেন্ডারি ফোন একটি ভিন্ন নম্বর ব্যবহার থাকে, তাহলে আপনাকে সেই নম্বর দিয়ে লগ ইন করতে বলা হবে।
তা করতে না চাইলে সেকেন্ডারি ফোনের স্ক্রিনের উপরের-ডান কোণে থ্রি লাইন ডটে আলতো চাপুন এবং একটি কম্প্যানিয়ন ডিভাইস হিসাবে লিঙ্ক অপশনটি সিলেক্ট করুন।
সেকেন্ডারি ফোনে, একটি QR কোড ভেসে উঠবে।
এই কোড স্ক্যান করতে আপনার প্রাথমিক ফোনে QR স্ক্যানার ব্যবহার করুন।
একবার স্ক্যান সফল হলে, আপনার WhatsApp চ্যাটগুলি লোড হতে শুরু করবে এবং আপনি উভয় ফোনেই আপনার চ্যাট দেখতে পারবেন।