Honor Magic 7 Lite: অনার ম্যাজিক ৭ লাইট এর সাথে ফাইট হবে সমস্ত মিড রেঞ্জ ফোনের, আসছে তাগড়া ফিচারের সাথে

Honor Magic 7 Lite - গুগল প্লে সাপোর্টেড ডিভাইস ও প্লে কনসোল ডেটাবেসে অনার ম্যাজিক ৭ লাইট ফোনকে HNBRP-Q1 মডেল নম্বর সহ দেখা গেছে।

Update: 2024-11-06 18:02 GMT

অনার সম্প্রতি চীনে অনার ম্যাজিক ৭ সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে দুটি ফোন এসেছে - অনার ম্যাজিক ৭ ও অনার ম্যাজিক ৭ প্রো। তবে শীঘ্রই এই সিরিজে আরও একটি ডিভাইস যুক্ত হতে চলেছে। ঐই স্মার্টফোনের নাম অনার ম্যাজিক ৭ লাইট। আজ এই হ্যান্ডসেটকে গুগল প্লে সাপোর্টেড ডিভাইস ও প্লে কনসোল ডেটাবেসে খুঁজে পাওয়া গেছে। এখান থেকে Honor Magic 7 Lite এর প্রসেসর সহ বিভিন্ন তথ্য সামনে এসেছে। স্পেসিফিকেশন দেখে মনে হচ্ছে এটি মিড রেঞ্জে লঞ্চ হবে।

অনার ম্যাজিক ৭ লাইট শীঘ্রই লঞ্চ হচ্ছে

গুগল প্লে সাপোর্টেড ডিভাইস ও প্লে কনসোল ডেটাবেসে অনার ম্যাজিক ৭ লাইট ফোনকে HNBRP-Q1 মডেল নম্বর সহ দেখা গেছে। জানিয়ে রাখি এই একই মডেল নম্বর সহ আজ অনার এক্স৯সি https://techgup.com/technology/mobiles/honor-x9c-launched-in-malaysia-singapore-with-108mp-camera-price-specifications-403590 মালয়েশিয়া ও সিঙ্গাপুরে লঞ্চ হয়েছে। ফলে এই ডিভাইসের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে আসবে অনার ম্যাজিক ৭ লাইট। আলাদা আলাদা দেশে ভিন্ন নামে ফোন দুটি কে লঞ্চ করার পরিকল্পনা করছে অনার। আশা করা হচ্ছে ভারতে এটি অনার এক্স৯সি নামেই আসবে, যেহেতু এদেশে আগে অনার এক্স৯বি লঞ্চ হয়েছিল।

যাইহোক, গুগল প্লে কনসোল লিস্টিং থেকে জানা গেছে যে অনার ম্যাজিক ৭ লাইট হ্যান্ডসেটে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর ব্যবহার করা হবে। এই প্রসেসরের সাথে অ্যাড্রনো ৬১৯ জিপিইউ উপস্থিত। আর এখানে ফোনটি ১২ জিবি র‌্যাম সহ অন্তর্ভুক্ত হয়েছে। যদিও আমাদের বিশ্বাস লঞ্চের সময় এর আরও অনেক র‌্যাম ভ্যারিয়েন্ট থাকবে। তবে স্টোরেজ বা ক্যামেরা সম্পর্কে কিছু জানা যায়নি।

তবে সামনে এসেছে যে, এই অনার স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কাস্টম ওএস থাকবে। এতে ১২২৪ x ২৭০০ পিক্সেল ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হবে। উল্লেখ্য, এই ফিচার অনার এক্স৯সি ডিভাইসেও আছে। এটি ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ আজ লঞ্চ হয়েছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৬,৬০০ এমএএইচ ব্যাটারি। এই স্পেসিফিকেশন আমরা অনার ম্যাজিক ৭ লাইট স্মার্টফোনেও দেখবো বলে মনে হচ্ছে।

Tags:    

Similar News