Oppo A5 Pro TENAA Listing: ৫০ মেগাপিক্সেল ক্যামেরা মিড রেঞ্জে আসছে ওপ্পো এ৫ প্রো, থাকবে বিশাল বড় ব্যাটারি
Oppo A5 Pro Launch Date - ওপ্পো এ৫ প্রো ডিভাইসে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা থাকবে।
সম্প্রতি PKP110 মডেল নম্বর সহ একটি ওপ্পো ফোনকে চীনের MIIT অথোরিটি সাইটে দেখা যায়। পরে জানা যায় এই স্মার্টফোনের নাম রাখা হবে ওপ্পো এ৫ প্রো (Oppo A5 Pro)। অথোরিটি সাইট থেকে ডিভাইসটির ছবি সামনে আসে। আজ আবার এই একই ফোনকে চীনের টেনা সার্টিফিকেশন সাইটেও খুঁজে পাওয়া গেছে। এখান থেকে এর সম্পূর্ণ স্পেসিফিকেশন জানা গেছে। ফলে বলা যায় ওপ্পো এ৫ প্রো শীঘ্রই চীনে লঞ্চ হবে।
Oppo A5 Pro: স্পেসিফিকেশন (লিক)
ওপ্পো এ৫ প্রো ডিভাইসে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা থাকবে। ফোনটির ওজন হবে ১৮৬ গ্রাম। টেনা লিস্টিং থেকে আরও জানা গেছে এতে ২.৫ গিগাহার্টজ ক্লক স্পিডের প্রসেসর সহ আসবে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর হতে পারে। স্মার্টফোনটি ৮ জিবি ও ১২ জিবি র্যাম সহ পাওয়া যাবে। এটি ২৫৬ জিবি স্টোরেজ ও ৫১২ জিবি স্টোরেজ সহ আসবে।
ব্যাটারি ক্যাপাসিটির কথা বললে, ওপ্পো এ৫ প্রো মডেলে ৫,৮৪০ এমএএইচ রেটেড ব্যাটারি দেওয়া হবে, যা আমাদের অনুমান ৬,০০০ এমএএইচ ব্যাটারি হিসেবে প্রচার করবে সংস্থাটি। তবে এর চার্জিং ক্ষমতা নিয়ে কিছু জানা যায়নি। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালারওএস ১৫ কাস্টম স্কিনে চলবে। স্মার্টফোনটির পরিমাপ থাকবে ১৬১.৫ x ৭৪.৮৫ x ৭.৬৭মিমি।
ক্যামেরার কথা বললে, ওপ্পোর নতুন ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে টেনা লিস্টিং নিশ্চিত করেছে। এই দুই ক্যামেরা হতে পারে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর এটি আইপি৬৮ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং সহ আসবে বলে জানা গেছে।
Oppo A5 Pro: দাম (সম্ভাব্য)
ওপ্পো এ৫ প্রো এর দাম ২৫,০০০ টাকা থেকে শুরু হতে পারে। যদিও সংস্থার তরফে এখনও এর মূল্য বা স্পেসিফিকেশন কোনো কিছু নিশ্চিত করা হয়নি।