20 থেকে 25 হাজার টাকার মধ্যে সেরা মোবাইল ফোন, iQOO কোয়েস্ট সেলে অফারের ফুলঝুড়ি

iQOO Quest Days Sale - iQOO Z9s Pro ডিভাইসটি 1450 টাকা পর্যন্ত ক্যাশব্যাক সহ কেনা যাবে। এছাড়াও পাওয়া যাবে 27,400 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস।

Update: 2024-12-18 13:37 GMT

iQOO কোয়েস্ট ডেজ সেল শুরু হয়েছে অ্যামাজন ইন্ডিয়ায়। 20 ডিসেম্বর পর্যন্ত চলা এই সেলে আপনি সেরা ডিলে iQOO ফোন কিনতে পারবেন। তবে এখানে আমরা 20 থেকে 25 হাজার টাকার মধ্যে সেরা ফিচার সহ আসা একটি ফোনের বিষয়ে বলবো। এই ফোনের নাম iQOO Z9s Pro। সেলে ডিভাইসটি অনেক কম দামে বিক্রি হচ্ছে। এর 12 জিবি র‌্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 28,999 টাকা। সেলে 3 হাজার টাকা ফ্ল্যাট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

এছাড়াও আইকো কোয়েস্ট সেলে iQOO Z9s Pro ডিভাইসটি 1450 টাকা পর্যন্ত ক্যাশব্যাক সহ কেনা যাবে। এছাড়াও পাওয়া যাবে 27,400 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস। তবে মনে রাখবেন এক্সচেঞ্জ ডিসকাউন্ট নির্ভর করবে আপনার পুরাতন ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।

ফিচার এবং স্পেসিফিকেশন

আইকো Z9s প্রো ফোনে 2392×1080 পিক্সেল রেজোলিউশন সহ 6.77 ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিভাইসটি 12 জিবি পর্যন্ত এলপিডিডিআর4এক্স র‌্যাম এবং 256 জিবি পর্যন্ত ইউএফএস 2.2 স্টোরেজ সহ এসেছে। এতে স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে এলইডি ফ্ল্যাশসহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পাওয়া যাবে। এর দ্বিতীয় ক্যামেরা 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।

সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। ফোনে পাওয়ার দেওয়ার জন্য 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে এতে অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক ফানটাচ ওএস 14 কাস্টম স্কিন রয়েছে।

Tags:    

Similar News