Oppo A5 Pro মাসের শেষে 50 মেগাপিক্সেল ক্যামেরা ও OLED ডিসপ্লে সহ লঞ্চ হচ্ছে, থাকবে বড় ব্যাটারি
অপ্পো A5 প্রো ফোনে 2412×1080 পিক্সেল রেজোলিউশনের 6.7 ইঞ্চি ফ্ল্যাট OLED ডিসপ্লে থাকবে এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
অপ্পো আজ ভারতে তাদের নতুন ফোন Oppo A5 Pro এর লঞ্চের তারিখ নিশ্চিত করল। 24 ডিসেম্বর চীনে লঞ্চ হবে এই ফোন। রিপোর্ট অনুযায়ী, মজবুতির দিক থেকে এই স্মার্টফোনটি Oppo A3 Pro S এর থেকে এগিয়ে থাকবে। সম্প্রতি Oppo A5 Pro ডিভাইসটিকে TENAA সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। জানা গেছে এর মডেল নম্বর PKP110। টেনা সার্টিফিকেশন থেকে ফোনটির বিভিন্ন ফিচার উঠে এসেছে।
Oppo A5 Pro ফোনের ফিচার ফাঁস করল TENAA সার্টিফিকেশন
টেনা লিস্টিং অনুযায়ী, অপ্পো A5 প্রো ফোনে 2412×1080 পিক্সেল রেজোলিউশনের 6.7 ইঞ্চি ফ্ল্যাট OLED ডিসপ্লে থাকবে এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিসপ্লের মধ্যে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দিতে চলেছে সংস্থা। ফোনটি 12 জিবি পর্যন্ত র্যাম এবং 512 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ অপশন সহ আসতে পারে। এতে 2.5 গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হতে পারে। রিপোর্টে বলা হয়েছে, ডিভাইসটিতে মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করবে না।
ফটোগ্রাফির জন্য অপ্পো A5 প্রো হ্যান্ডসেটে এলইডি ফ্ল্যাশসহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরাগুলি হবে 50-মেগাপিক্সেল প্রাইমারি লেন্স সহ 2-মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যেতে পারে। অপ্পোর এই ফোনে 5840mAh ব্যাটারি দেওয়া হতে পারে। তবে এতে কত ওয়াট চার্জিং সাপোর্ট করবে তা জানা যায়নি।
Oppo A3 Pro এর ফিচার ও স্পেসিফিকেশন
অপ্পো-র এই ফোনটি চলতি বছরে ভারতে লঞ্চ হয়েছে। এতে 120Hz রিফ্রেশ রেট সহ 6.67-ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস লেভেল 1000 নিট। ডিভাইসটি 8 জিবি র্যাম এবং 256 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য এতে ডাইমেনসিটি 6300 চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনটির প্রধান ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল। এর ব্যাটারি ক্যাপাসিটি 5100mAh, যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।