বছর শেষে সবচেয়ে কম দামে Samsung Galaxy A35 5G, পুরো 13 হাজার টাকা সস্তা
Samsung Galaxy A35 5G ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ 6.6-ইঞ্চি ফুল এইচডি + সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে। ডিসপ্লে সুরক্ষার জন্য এতে গরিলা গ্লাস ভিক্টাসও অফার করা হচ্ছে।
আপনি যদি স্যামসাংয়ের ফোন কিনতে চান, তাহলে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে আপনার জন্য লোভনীয় ডিল উপস্থিত আছে। এই বাম্পার ডিলটি Samsung Galaxy A35 5G এর উপর পাওয়া যাচ্ছে। এর 8 জিবি র্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট অফিসিয়াল ওয়েবসাইটে 3,000 টাকা ডিসকাউন্টে 30,999 টাকায় তালিকাভুক্ত। আবার এইচডিএফসি বা আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে অতিরিক্ত 5 হাজার টাকা ছাড় পাওয়া যাবে।
নতুন ক্রেতারা Samsung Shop অ্যাপ থেকে ডিভাইসটি কিনলে 5,000 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাবেন। আবার স্যামসাং অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড হোল্ডারদের 10% ক্যাশব্যাক দেওয়া হবে। শুধু তাই নয়, Samsung Galaxy A35 5G এর সাথে 20,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও পাওয়া যাচ্ছে। তবে মনে রাখবেন এক্সচেঞ্জ অফারে কত ডিসকাউন্ট পাওয়া যাবে তা নির্ভর করবে আপনার পুরাতন ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।
Samsung Galaxy A35 5G এর ফিচার ও স্পেসিফিকেশন
স্যামসাংয়ের এই ডিভাইসে 120Hz রিফ্রেশ রেট সহ 6.6-ইঞ্চি ফুল এইচডি + সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে। ডিসপ্লে সুরক্ষার জন্য এতে গরিলা গ্লাস ভিক্টাসও অফার করা হচ্ছে। ফোনটি 8 জিবি র্যাম এবং 256 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ অপশনে পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য এতে এক্সিনস 1380 চিপসেট দিচ্ছে।
ফটোগ্রাফির জন্য ফোনে এলইডি ফ্ল্যাশসহ ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এতে 50-মেগাপিক্সেল প্রধান লেন্স , 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ 5-মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর রয়েছে। এর প্রাইমারি ক্যামেরায় রয়েছে OIS অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট।
আর সেলফির জন্য সামনে পাবেন 13 মেগাপিক্সেল ক্যামেরা। ব্যাটারির কথা বললে, এতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। স্যামসাং গ্যালাক্সি A35 5G ডিভাইসটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক OneUI 6.1 কাস্টম স্কিনে চলে।