Nothing Phone (2) NothingOS 3.0: Nothing Phone (2) এর ভারতীয় ব্যবহারকারীদের জন্য সুখবর, এল অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক আপডেট

Nothing Phone (2) NothingOS 3.0 - নার্থিং ওএস ৩.০ কাস্টম ওএস লক স্ক্রিন, কুইক সেটিংস, ক্যামেরা এবং আরও অনেক কিছুতে পরিবর্তন নিয়ে আসবে। অ্যাপগুলিকে স্বয়ংক্রিয়ভাবে ফোল্ডারে শ্রেণিবদ্ধ করতে ফোনে যোগ হবে এআই-চালিত স্মার্ট ড্রয়ার ফিচার।

Update: 2024-11-06 13:06 GMT

একাধিক স্মার্টফোন ব্র্যান্ড তাদের ফোনে এখন অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কাস্টম ওএসের আপডেট নিয়ে আসছে। ব্যতিক্রম নয় নার্থিং। সংস্থাটি আজ নার্থিং ফোন (২) মডেলের জন্য অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক নার্থিং ওএস ৩.০ ওপেন বিটা পোগ্রাম রিলিজ করেছে। এর আগে নার্থিং ফোন (২এ) এর জন্য এই পোগ্রাম চালু করা হয়েছিল। উভয় ফোনের জন্য ডিসেম্বরে স্টেবল আপডেট আসবে বলে অনুমান করা হচ্ছে। আসুন নতুন আপডেট ফোনে কি কি ফিচার নিয়ে আসবে দেখে নেওয়া যাক।

Nothing Phone (2) ফোনে এল NothingOS 3.0 আপডেট

নার্থিং ওএস ৩.০ কাস্টম ওএস লক স্ক্রিন, কুইক সেটিংস, ক্যামেরা এবং আরও অনেক কিছুতে পরিবর্তন নিয়ে আসবে। অ্যাপগুলিকে স্বয়ংক্রিয়ভাবে ফোল্ডারে শ্রেণিবদ্ধ করতে ফোনে যোগ হবে এআই-চালিত স্মার্ট ড্রয়ার ফিচার। আবার প্রিয় অ্যাপগুলি স্মার্ট ড্রয়ারের উপরে পিন করা যাবে।

এদিকে সেটিংস মেনু একটি নতুন ডিজাইনের ইন্টারফেস পাবে, যেখানে অপ্টিমাইজড এডিটিং এক্সপেরিয়েন্স মিলবে। এছাড়া নার্থিং ওএস ৩.০ ফোনে অটো আর্কাইভ ফাংশন যুক্ত করবে। এর মাধ্যমে অ্যাপ্লিকেশন বা ডেটা ডিলিট না করে স্টোরেজ খালি করা যাবে।

কারা অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক নার্থিং ওএস ৩.০ আপডেট পাবে?

নার্থিং ফোন (২) ব্যবহারকারীরা আজ থেকে নার্থিং ওএস ৩.০ আপডেট ডাউনলোড করতে পারবেন। এরজন্য নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে।

নার্থিংয়ের তরফে বলা হয়েছে, যেসব নার্থিং ফোন (২) এর অপারেটিং সিস্টেম নার্থিং ওএস ২.৬ এবং বিল্ড নম্বর Pong-U2.6-241016-1700 কেবল তারাই নার্থিং ওএস ৩.০ ওপেন বিটা আপডেট পাবে।

এবার ফোনের 'সেটিংস' থেকে 'সিস্টেম মেনু' -তে যেতে হবে।

এরপর ‘Update to Beta version’ অপশনে ক্লিক করে নতুন আপডেট এসেছে কিনা চেক করতে হবে।

তবে জানিয়ে রাখি, এটি একটি বিটা আপডেট এবং বিটা আপডেট স্টেবল আপডেট আনার আগে কোনো সমস্যা আছে কিনা তা চেক করতে আনা হয়। তাই আপনি যদি নার্থিং ফোন (২) ব্যবহার করেন এবং নতুন আপডেট ইনস্টল করেন তাহলে কিছু সমস্যার মুখোমুখি হলেও হতে পারেন।

Tags:    

Similar News