দ্রুত প্রসেসরের কিলার Realme গেমিং ফোন কিনুন মাত্র 14,999 টাকায়, 10 মিনিট চার্জে 1 ঘন্টা গেম খেলা যাবে

Realme Days Sale: রিয়েলমির ওয়েবসাইটে চলছে বিশেষ সেল। রিয়েলমি ডেজ নামে এই সেল চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। এই সেলে রিয়েলমির লেটেস্ট ফোন Realme Narzo 70 Turbo 5G বাম্পার ডিসকাউন্টে বিক্রি হচ্ছে।;

Update: 2024-12-07 05:27 GMT

Realme Days Sale Offer

Realme ওয়েবসাইটে চলছে বিশেষ সেল। রিয়েলমি ডেজ নামে এই সেল চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। এই সেলে রিয়েলমির লেটেস্ট ফোন Realme Narzo 70 Turbo 5G বাম্পার ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। এটি সেগমেন্টের সবচেয়ে দ্রুত প্রসেসরের সাথে আসা সেরা গেমিং ফোন। এই ডিভাইসের ডিজাইন মোটরসাপোর্ট দ্বারা অনুপ্রাণিত। আর এই হ্যান্ডসেটে 50MP AI ক্যামেরা এবং 120Hz রিফ্রেশ রেটের Eye কম্ফোট ডিসপ্লে দেওয়া হয়েছে। রিয়েলমি ওয়েবসাইটের পাশাপাশি অ্যামাজনেও Narzo 70 Turbo 5G এর 6GB র‌্যাম ভ্যারিয়েন্টের দাম 15 হাজার টাকারও কম রাখা হয়েছে। আসুন এর সাথে কি কি অফার এবং ডিল পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক:

Realme Narzo 70 Turbo 5G ফোনের উপর জব্বর ছাড়

রিয়েলমি নারজো 70 টার্বো 5G এর 6GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট 16,999 টাকায় লঞ্চ হয়েছিল। তবে এখন ফোনটি রিয়েলমির অফিসিয়াল সাইটে 1000 টাকা ডিসকাউন্ট সহ তালিকাভুক্ত আছে। এর পাশাপাশি, 1000 টাকার কুপন ছাড়ও রয়েছে। যার পরে ডিভাইসটির দাম পড়বে 14,999 টাকা। এছাড়া উপলব্ধ ব্যাঙ্ক অফারের সুবিধা নিতে পারলে রিয়েলমি নারজো 70 টার্বো 5G আরও কমে কেনা যাবে। টার্বো পার্পল, টার্বো গ্রিন এবং টার্বো ইয়েলো এই তিনটি রঙে পাওয়া যাবে ফোনটি।

Realme Narzo 70 Turbo 5G ফোনে রয়েছে সেরা ফিচার

ফিচারের কথা বললে, এই ডিভাইসে 45W ফাস্ট চার্জিং সহ 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। সংস্থার দাবি, 10 মিনিটের চার্জে এটি 1.7 ঘণ্টা গেম খেলতে দেবে। এই 5G স্মার্টফোনে 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে উপস্থিত। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 5G প্রসেসর ব্যবহার করা হয়েছে।

রিয়েলমির এই ফোনে স্টেইনলেস স্টিল ভেপার চেম্বার কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। এতে রয়েছে জিটি মোড। ডিভাইসটি ডুয়েল ক্যামেরা সেটআপের সাথে এসেছে, এর প্রাইমারি ক্যামেরা 50MP এবং দ্বিতীয় ক্যামেরাটি 2MP পোর্ট্রেট ক্যামেরা। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা পাবেন। এতে সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

Tags:    

Similar News