200MP ক্যামেরার Samsung ফোন অর্ধেক দামে, সুদ বিহীন কিস্তিতেও কেনা যাবে এখান থেকে
Samsung Galaxy S23 Ultra স্মার্টফোনে আছে 6.81 ইঞ্চি 2X ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে। ফোনটির ডিসপ্লের রেজোলিউশন 3088 x 1440 পিক্সেল।;
স্যামসাংয়ের অন্যতম প্রিমিয়াম স্মার্টফোন Galaxy S23 Ultra ফের কম দামে কেনার সুযোগ। এই ফোনটি লঞ্চের সময়ের তুলনায় এখন অর্ধেক দামে পাওয়া যাচ্ছে। ফলে 2023 সালের শুরুর দিকে লঞ্চ হওয়া এই স্যামসা ফ্ল্যাগশিপ ফোন কেনার এটাই সেরা সুযোগ হতে পারে। Samsung Galaxy S23 Ultra 5G এর টপ 12GB RAM এবং 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে এই দামে পাওয়া যাচ্ছে। ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজনে এর সাথে ব্যাংক ডিসকাউন্ট এবং নো-কস্ট ইএমআইয়ের মতো অফারও দেওয়া হচ্ছে।
দাম কমলো স্যামসাং ফোনের
Samsung Galaxy S23 Ultra এর টপ স্টোরেজ ভ্যারিয়েন্টটি ভারতে 1,49,999 টাকায় লঞ্চ হয়েছিল। তবে ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজনে এখন এটির দাম 74,999 টাকা। এছাড়া এই স্যামসাং ফোন কিনলে 10 শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ব্যাংক ডিসকাউন্টও দেওয়া হচ্ছে। ই-কমার্স ওয়েবসাইট থেকে 3,636 টাকা নো-কস্ট ইএমআই দিয়েও বাড়িতে নিয়ে যেতে পারবেন ডিভাইসটি। স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনটি ক্রিম, গ্রিন এবং ফ্যান্টম ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে।
Samsung Galaxy S23 Ultra এর ফিচার
স্যামসাংয়ের এই স্মার্টফোনে আছে 6.81 ইঞ্চি 2X ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে। ফোনটির ডিসপ্লের রেজোলিউশন 3088 x 1440 পিক্সেল। ফোনের ডিসপ্লে 120Hz হাই রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।
পারফরম্যান্সের জন্য স্যামসাং গ্যালাক্সি S23 আল্ট্রা ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর 12GB RAM এবং 1TB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এতে রয়েছে এস-পেন সাপোর্ট। পাওয়ার ব্যাকআপের জন্য এতে রয়েছে 5000mAH শক্তিশালী ব্যাটারি। এই ব্যাটারি 45W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে। সাথে রয়েছে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। ফোনটি OneUI 5 ভিত্তিক কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে।
এই ডিভাইসের পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 10 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর, 12 মেগাপিক্সেল ক্যামেরা ও 10 মেগাপিক্সেল সেন্সর। ফোনের প্রাইমারি ক্যামেরা ওআইএস অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে রয়েছে 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।