Hacking: Smartphone-এর দখল পাবেনা অন্য কেউ, যদি মাথায় রাখেন এই 3 সাবধানবাণী
এখন আমার-আপনার মতো অনেকেরই আঙুল দিনের অধিকাংশ সময়ে স্মার্টফোনের (Smartphone) স্ক্রিনে আটকে থাকে। কিন্তু এন্তার স্মার্টফোন ব্যবহার করলেই শুধু হয়, নিজের প্রাণভোমরাসম ডিভাইসটিকে ঠিকঠাক রাখতে বিশেষত হ্যাকিং থেকে বাঁচাতে হলে সেটির যথাযথ যত্ন নিতে হবে – মাথায় রাখতে হবে অনেক বিষয়। সেক্ষেত্রে আজ আমরা এমনই কয়েকটি বিষয়ের কথা বলব, যেগুলি স্মার্টফোন ব্যবহার করার সময় মনে না রাখলে তা বড় বিপদের সৃষ্টি হতে পারে! তো চলুন, জেনে নিই সেইসব সাবধানবাণীগুলি…
স্মার্টফোন ব্যবহারের সময় মাথায় রাখুন এই তিন মন্ত্র
১. ফোন কল: ফোনে কথা বলার সময় অনেক কিছু মাথায় রাখতে হয়। এমনকি অসতর্ক থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্টও খালি হয়ে যেতে পারে। যেমন, কল করা অবস্থায় কোনো অ্যাপ ইনস্টল না করাই শ্রেয়, এতে করে হ্যাকারের শিকার হওয়ার সম্ভাবনা থেকে যায়।
২. অ্যাপ্লিকেশন ইনস্টল: শুধু কলিংয়ের সময় নয়, সাধারণভাবেও হুটহাট করে অ্যাপ ইনস্টল না করা উচিত। অযাচিত লিঙ্ক, APK ফাইল ইত্যাদি থেকে অ্যাপ ইনস্টল করতে গিয়ে স্মার্টফোন হ্যাক হয়ে যেতে পারে। এখন VPN অ্যাপের সাহায্যে ফোন হ্যাক করা হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।
৩. অ্যাপে অ্যাক্সেস: যখনই কোনো অ্যাপ ইনস্টল করবেন, তখন সেটি ইচ্ছেমতো স্মার্টফোনের পারমিশন অ্যাক্সেসের জন্য জিজ্ঞাসা করে। কিন্তু কোনো অ্যাপকে সব অনুমতি দেওয়ার অর্থ, সেটি আপনার সম্পর্কে সমস্ত কিছুর তথ্য পাবে৷ তাই এই বিষয়টিও মাথায় রাখা দরকার।