কালই শেষ ব্ল্যাক ফ্রাইডে সেল, iPhone 15 ও iPhone 15 Plus সবচেয়ে কম দামে কেনার শেষ সুযোগ

Update: 2024-11-28 19:01 GMT

আপনি যদি দিওয়ালি সেলের সময় আইফোন কেনার সুযোগ মিস করে থাকেন তবে মন খারাপ করবেন না। আপনার সামনে এখন আরেকটি দুর্দান্ত সুযোগ এসেছে। আসলে ফ্লিপকার্টের ব্ল্যাক ফ্রাইডে সেলে অ্যাপলের আইফোন 15 লাইনআপ আকর্ষণীয় ছাড়ে পাওয়া যাচ্ছে। এই সেল চলবে ২৪ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত। এই সেলে iPhone 15 এবং iPhone 15 Plus মডেলে 14,401 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। আসুন কোন মডেলে কত ছাড় পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।

iPhone 15 মডেলে 11,651 টাকা ডিসকাউন্ট

Apple iPhone 15, যার আসল দাম 69,900 টাকা, ফ্লিপকার্ট ব্ল্যাক ফ্রাইডে সেল চলাকালীন 11,151 টাকা ছাড়ের পরে মাত্র 58,749 টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে এই ফোনটি কিনলে 5% ক্যাশব্যাক পেতে পারেন।

এছাড়াও এর সাথে 50 হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তবে এই এক্সচেঞ্জ ভ্যালু নির্ভর করবে আপনার পুরাতন ফোনের অবস্থা ও ব্র্যান্ডের উপর। আইফোন 15 মডেলে রয়েছে 6.1 ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর OLED ডিসপ্লে, যার রেজোলিউশন 2556×1179 পিক্সেল এবং সর্বোচ্চ ব্রাইটনেস 2,000 নিটস।

iPhone 15 Plus মডেলের সাথে 14,401 টাকা ছাড়

ফ্লিপকার্টের ব্ল্যাক ফ্রাইডে সেলে আইফোন 15 প্লাস বিশেষ ডিল সহ পাওয়া যাচ্ছে। যারা বড় ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য iPhone 15 Plus এই সেলে 65,499 টাকায় বিক্রি হচ্ছে, এর আসল দাম 79,900 টাকা। অর্থাৎ এই ফোনের সাথে 14,401 টাকা ছাড় দেওয়া হচ্ছে। ব্যাঙ্ক অফারের কথা বললে, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করলে 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে।

এই ফোনের সাথে 60 হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট দেওয়া হয়েছে। আইফোন 15 প্লাস মডেলে রয়েছে 6.7 ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর OLED ডিসপ্লে। আইপি 68 রেটযুক্ত এই ডিভাইসে A16 বায়োনিক চিপসেট ব্যবহার করা হয়েছে এবং এটি আইওএস 17 কাস্টম অপারেটিং সিস্টেমে চলে। ক্যামেরার কথা বললে, এতে 48 মেগাপিক্সেল + 12 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং একটি 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Tags:    

Similar News