50MP ফ্রন্ট ক্যামেরার এই 5G ফোন মিলছে বিপুল ছাড়ে, কিনে ইচ্ছেমতো তুলুন ঝকঝকে সেলফি

Update: 2024-01-07 10:54 GMT

আজকের জমানায় সেলফি (Selfie) তুলতে কে না ভালোবাসেন? যেকোনো জায়গায় যেকোনো মুহূর্তকে ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে স্মৃতিমেদুর করে রাখার বিষয়টি যেন কার্যত হিড়িকে পরিণত হয়েছে! সেক্ষেত্রে নতুন বছরের রেশ থাকতে থাকতে আপনি যদি একটি সেরা সেলফি ক্যামেরাওয়ালা স্মার্টফোন কেনার কথা ভাবেন, তাহলে Flipkart-এর একটি সীমিত সময়ের অফার আপনার জন্য লাভজনক হতে পারে। আসলে এই মুহূর্তে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাযুক্ত Vivo V29 5G স্মার্টফোনটি, জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্মে বিপুল ছাড়ে বিক্রি হচ্ছে। দাম এমনিতে ৩০ হাজার টাকার বেশি হলেও, আপনি অফারে এটি অর্ধেক দামে পেয়ে যেতে পারেন। তো আসুন দেখে নিই, Vivo V29 5G-তে Flipkart কী অফার দিচ্ছে এবং এটি ঠিক কী কী ফিচার ব্যবহার করতে দেবে…

হাজার হাজার টাকা ছাড়ে মিলছে Vivo V29 5G, দেখুন দাম

ভিভো ভি২৯ ৫জি ফোনের ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ৩২,৯৯৯ টাকা। সেক্ষেত্রে ফ্লিপকার্ট কোম্পানি এতে কোনো ফ্ল্যাট ডিসকাউন্ট না দিলেও কিছু নির্বাচিত ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ২,৫০০ টাকা ডিসকাউন্ট দিচ্ছে। আবার পুরোনো ফোন বদলে এই স্মার্টফোনটি কেনার চেষ্টা করলে ২০,৩০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস কাজে লাগানো যাবে (শর্তাবলি প্রযোজ্য)।

অর্থাৎ ভাগ্যবশত সমস্ত অফার কাজে লাগানো সম্ভব হলে আপনি মাত্র ১০,০০০ টাকার কাছাকাছি খরচ করে এই ফোনটি কিনতে পারবেন। আর এটি কালো, নীল এবং লাল রঙে মিলবে। তবে যেহেতু এটি লিমিটেড টাইম অফারে উপলব্ধ হয়েছে, তাই তাড়াতাড়ি কেনাকাটা সেরে ফেলতে হবে।

Vivo V29 5G-এর স্পেসিফিকেশন

ভিভো ভি২৯ ৫জি-তে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৮ ইঞ্চি 1.5K (রেজোলিউশন ১২৬০×২৮০০ পিক্সেল) ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি চিপসেট, যার সাথে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধা দেওয়া হয়েছে। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে মিলবে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে ৪,৬০০ এমএএইচ ব্যাটারি। অন্যদিকে ফটোগ্রাফির এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ফিচার বিশিষ্ট ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অফার করবে। শুধু তাই নয়, সিকিউরিটির জন্য আপনি এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পাবেন।

Tags:    

Similar News