Flipkart Super Value Days Sale: হু হু করে দাম কমলো নার্থিং, মোটোরোলা ও স্যামসাং স্মার্টফোনের দাম
আপনি যদি বাম্পার ডিসকাউন্ট এবং লোভনীয় অফার সহ নতুন ফোন কিনতে চান, তাহলে ফ্লিপকার্টের সুপার ভ্যালু ডেজ সেল আপনার জন্য। আজ থেকে শুরু হওয়া এই সেল চলবে 18 ডিসেম্বর পর্যন্ত। এই সেল থেকে আপনি Motorola, Nothing এবং Samsung ফোনগুলি অনেক কম দামে কিনতে পারবেন। সেলে এই স্মার্টফোনগুলি ব্যাঙ্ক অফারের সাথে পাওয়া যাবে। এর সাথে এক্সচেঞ্জ অফারের সুবিধাও পাওয়া যাবে
Flipkart Super Value Days Sale: ফোনের উপর বাম্পার ডিসকাউন্ট অফার
Motorola G85 5G
এই ফোনের 8 জিবি র্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম সেলে 17,999 টাকা রাখা হয়েছে। এর সাথে 1,500 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এরজন্য আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে। আবার আপনি যদি ফোনটি কেনার সময় ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করেন তবে 1,850 টাকা ক্যাশব্যাক পাবেন। এক্সচেঞ্জ অফারে এর দাম 16,500 টাকা পর্যন্ত কমানো যেতে পারে। ফিচারের কথা বললে, এই স্মার্টফোনে আছে ফুল এইচডি + রেজোলিউশন সহ 6.67-ইঞ্চি ডিসপ্লে। ডিভাইসটি স্ন্যাপড্রাগন 6S Gen 3 প্রসেসরে চলে। এর প্রাইমারি রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল।
Nothing Phone (2a) 5G
ফ্লিপকার্টের সুপার ভ্যালু সেলে এই ফোনের 12 জিবি র্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 25,999 টাকা। তবে এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট 1500 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করলে 1,150 টাকা ক্যাশব্যাক দেওয়া হবে। এছাড়াও রয়েছে 24,050 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস। Nothing এর এই ফোনে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 Pro চিপসেট। এই ডিভাইসে দেওয়া হয়েছে ফুল এইচডি + ডিসপ্লে 6.7 ইঞ্চি। হ্যান্ডসেটটির প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল। এর সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল। এই ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে এবং 45W চার্জিং সাপোর্ট করে।
Samsung Galaxy S23 5G
স্যামসাংয়ের এই ফোনের 8 জিবি র্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজের ভ্যারিয়েন্টের দাম 89,999 টাকার পরিবর্তে মাত্র 42,999 টাকা। এছাড়াও ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড হোল্ডাররা পাবেন 2,150 টাকা ক্যাশব্যাক। এক্সচেঞ্জ অফারে এই হ্যান্ডসেটের দাম 39,200 টাকা পর্যন্ত কমানো যাবে। এই ফ্ল্যাগশিপ ফোনে 6.1 ইঞ্চি ডিসপ্লে আছে। ফটোগ্রাফির জন্য এর পিছনে 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর ফ্রন্ট ক্যামেরা 12 মেগাপিক্সেল। এই ফোনটি স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর দ্বারা চালিত হবে।