10 হাজার টাকার কমে পাঁচ লেটেস্ট স্মার্টফোন, Moto, Redmi, Vivo আছে লিস্টে
Redmi A4 5G ফোনে 6.88-ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিভাইসটি স্ন্যাপড্রাগন 4S Gen 2 চিপসেট দ্বারা চালিত।
Latest Smartphone Under 10000: ভারতে এখন বাজেট ফোনের ছড়াছড়ি। তবে এদের মধ্যে সেরা মডেলটি বেছে নেওয়া কঠিন। তবে আপনাদের কঠিন কাজকে সহজ করতে আমরা আছি। আজ আমরা আপনাদের এমন কয়েকটি স্মার্টফোন সম্পর্কে বলবো যেগুলো সম্প্রতি লঞ্চ হয়েছে এবং এগুলির দাম 10 হাজার টাকারও কম। এই লিস্টে রয়েছে Motorola, Redmi ও Vivo-র স্মার্টফোন। ফলে 10,000 টাকার মধ্যে নতুন ফোন খুঁজে থাকলে এই লিস্ট দেখে নিন।
1. Moto G35 5G
সম্প্রতি Motorola তাদের বাজেট ফোন হিসাবে ভারতে Moto G35 5G লঞ্চ করেছে। এর 4 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 9,999 টাকা। আগামী 16 ডিসেম্বর থেকে ফোনটির বিক্রি শুরু হবে। এটি ফ্লিপকার্ট এবং কোম্পানির অফিসিয়াল সাইট থেকে কেনা যাবে। কোম্পানি দাবি করছে যে, 12টি 5G ব্যান্ড সহ ডিভাইসটি এই সেগমেন্টের দ্রুততম 5G ফোন।
ফিচার
এতে 6.72-ইঞ্চি ডিসপ্লে আছে, যা 120Hz রিফ্রেশ রেট, 1000 নিটস পিক ব্রাইটনেস এবং কর্নিং গরিলা গ্লাস 3 সুরক্ষা সহ এসেছে। এতে পারফরম্যান্সের জন্য ইউনিসক T760 চিপসেট ও অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক হ্যালো ইউআই আছে। সেলফির জন্য এতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং পিছনে 50 মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 20W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
2. Lava O3 Pro
সম্প্রতি ভারতের বাজারে এই স্মার্টফোন লঞ্চ করেছে Lava। এটি একটি 4G ফোন। এটি অ্যামাজনে পাওয়া যাচ্ছে, যেখানে এর 4 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 6,999 টাকা। এটি গ্লসি হোয়াইট, গ্লসি পার্পল এবং গ্লসি ব্ল্যাক রঙে কেনা যাবে।
স্পেসিফিকেশন
এই স্মার্টফোনে 6.56-ইঞ্চি ডিসপ্লে আছে, যা 90Hz রিফ্রেশ রেট এবং পাঞ্চ-হোল কাটআউট সহ এসেছে। এতে পাওয়া যাবে ইউনিসক T606 চিপসেট। ফটোগ্রাফির জন্য ফোনে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এতে 10W চার্জিং এবং টাইপ-সি পোর্ট সহ 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
3. Redmi A4 5G
রেডমির এই ফোনটি 10,000 টাকারও কম বাজেটে একটি ভাল বিকল্প হতে পারে। নভেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন। অ্যামাজনে এর 4GB + 64GB ভ্যারিয়েন্টটি 8,498 টাকায় এবং 4GB + 128GB ভ্যারিয়েন্টটি 9,498 টাকায় কেনা যাবে। এটি পার্পেল এবং ব্ল্যাক কলারে পাওয়া যাবে।
ফিচার
এই ফোনে 6.88-ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিভাইসটি স্ন্যাপড্রাগন 4S Gen 2 চিপসেট দ্বারা চালিত। সেলফির জন্য এতে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আর পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা উপস্থিত। এই ফোনে 18W চার্জিং সাপোর্ট সহ 5160mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
4. Vivo Y18t
নভেম্বরে ভারতের বাজারে এই ফোনটি লঞ্চ করেছিল ভিভো। এটি অ্যামাজন এবং ফ্লিপকার্ট উভয় প্ল্যাটফর্মেই উপলব্ধ। এর 4 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 9,499 টাকা। এটি জেম গ্রিন এবং স্পেস ব্ল্যাক কালারে কেনা যাবে।
বৈশিষ্ট্য
এই ফোনে 6.56-ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যা 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিভাইসটি চলে ইউনিসক T612 চিপসেটে। সেলফির জন্য এতে পাওয়া যাবে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। ডিভাইসটিতে 15W চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
5. Vivo Y18i
কয়েক মাস আগে ভারতের বাজারে এই ফোনটি এসেছে। 10 হাজার টাকারও কম বাজেটে ভিভো Y18i হতে পারে একটি ভালো অপশন। এটি একটি 4G ফোন। এটি অ্যামাজনে পাওয়া যাচ্ছে, যেখানে এর 4 জিবি র্যাম এবং 64 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 7,999 টাকা। এটি জেম গ্রিন এবং স্পেস ব্ল্যাক কালারে কেনা যাবে।
বিশেষত্ব
এই স্মার্টফোনে 6.56-ইঞ্চি ডিসপ্লে পাওয়া যাবে, যা 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে রয়েছে ইউনিসক T612 চিপসেট। সেলফির জন্য 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা পাওয়া যাবে এই ফোনে 5000mAh ব্যাটারি সহ 15W চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে।