Realme 14x 5G থেকে Vivo Y300 5G, আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে এই স্মার্টফোনগুলি
চলতি সপ্তাহে বাজারে এসেছে একগুচ্ছ নতুন স্মার্টফোন। এর মধ্যে রয়েছে ভিভো X200, রেডমি নোট 14 সিরিজ ও মোটোরোলা G35 5G। আগামী সপ্তাহেও একাধিক স্মার্টফোন লঞ্চ হতে চলেছে।
চলতি সপ্তাহে বাজারে এসেছে একগুচ্ছ নতুন স্মার্টফোন। এর মধ্যে রয়েছে ভিভো X200, রেডমি নোট 14 সিরিজ ও মোটোরোলা G35 5G। আগামী সপ্তাহেও একাধিক স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। ফলে আপনি যদি নতুন ফোন খোঁজ করে থাকেন, তাহলে পরের সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করা করুন। এখানে আমরা আপনাকে আগামী সপ্তাহে লঞ্চ হতে চলা স্মার্টফোনগুলির নাম জানাবো। এই আসন্ন স্মার্টফোনের লিস্টে ভিভো, রিয়েলমি, পোকো ও অনার ব্র্যান্ডের দুর্দান্ত ডিভাইসগুলি রয়েছে।
১. Realme 14x 5G
18 ডিসেম্বর ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে রিয়েলমির এই ফোন। এতে 6000mAh ব্যাটারি দেওয়া হবে, যা 45 ওয়াট চার্জিং সাপোর্ট করবে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ ডিসপ্লেও দেওয়া হবে। ডিভাইসটি ডায়মন্ড কাট ডিজাইনের সাথে আসবে। এতে আপনি IP69 রেটিংও পাবেন। উল্লেখ্য রিয়েলমি 14x ভারতের প্রথম ফোন হবে যেটি 15 হাজার টাকারও কম দামে IP69 রেটিং দেবে।
২. Poco M7 Pro 5G ও Poco C75 5G
পোকোর এই দুটি ফোনই 17 ডিসেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে। গিজমোচায়নার রিপোর্ট অনুযায়ী, পোকো C75 5G ফোনে স্ন্যাপড্রাগন 4s জেন 2 চিপসেট থাকবে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। ফোনটির দাম রাখা হতে পারে 9 হাজার টাকার কম। পোকো M7 প্রো 5G সম্পর্কে কথা বললে, এই ফোনে ফুল এইচডি + রেজোলিউশন সহ OLED ডিসপ্লে থাকবে, যার রিফ্রেশ রেট 120Hz হবে। প্রসেসর হিসেবে এতে ডাইমেনসিটি 7025 ব্যবহার করা হবে। ফোনের প্রধান ক্যামেরাটি 50 মেগাপিক্সেল হতে পারে এবং কোম্পানি এতে অনেক এআই ফিচার দিতে পারে।
৩. Vivo Y300 5G
আগামী 16 ডিসেম্বর চীনে লঞ্চ হতে চলেছে ভিভোর এই ফোন। এতে 12 GB পর্যন্ত RAM এবং 256 GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। প্রসেসর হিসেবে দেওয়া হবে ডাইমেনসিটি 6300 চিপসেট। এতে থাকা ডিসপ্লের সাইজ হতে পারে 6.77 ইঞ্চি। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটির প্রধান ক্যামেরা হতে পারে 50 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা রেজোলিউশন 8 মেগাপিক্সেল। এতে 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
৪. Honor GT
সোমবার চীনে লঞ্চ হতে চলেছে এই ফোন। এতে পাবেন 1.5K রেজোলিউশনের OLED ডিসপ্লে। প্রসেসর হিসেবে দেওয়া হবে স্ন্যাপড্রাগন 8 Gen 3। এতে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।