গুগলের নতুন বছরের উপহার, পুরানো Pixel ফোনে পাবেন 2 বছর অতিক্রান্ত OS আপডেট
গুগল তাদের Pixel 6, Pixel 7 ও Pixel Fold ফোনের সাথে 3 বছরের ওএস এবং 5 বছরের সিকিউরিটি প্যাচ আপডেটের প্রতিশ্রুতি দেয়। তবে কোম্পানি এখন ঘোষণা করেছে যে তারা এই ডিভাইসগুলিতে দুই বছর অতিরিক্ত ওএস আপডেট দেবে;
Google তাদের পুরনো Pixel ফোন ব্যবহারকারীদের মন জয় করে নিল। আসলে গুগল অনেক পুরোনো পিক্সেল ফোনে নতুন ওএস আপডেট দেবে বলে ঘোষণা করেছে। যেখানে অন্যান্য অ্যান্ড্রয়েড ব্র্যান্ডগুলি প্রতিশ্রুতি অনুযায়ী তাদের ফোনে ওএস আপডেট পৌঁছে দিতে অক্ষম হয়, সেখানে গুগল প্রতিশ্রুতি পূরণের পরেও পিক্সেল ডিভাইসের জন্য অতিরিক্ত সফ্টওয়্যার আপডেট দেবে বলে জানিয়েছে। আসুন Google Pixel এর কোন কোন পুরনো ফোনে অতিরিক্ত ওএস আপডেট পাওয়া যাবে দেখে নেওয়া যাক।
পুরোনো Pixel ফোনে এল 2 বছরের অতিরিক্ত ওএস আপডেট
গুগল তাদের Pixel 6, Pixel 7 ও Pixel Fold ফোনের সাথে 3 বছরের ওএস এবং 5 বছরের সিকিউরিটি প্যাচ আপডেটের প্রতিশ্রুতি দেয়। তবে কোম্পানি এখন ঘোষণা করেছে যে তারা এই ডিভাইসগুলিতে দুই বছর অতিরিক্ত ওএস আপডেট দেবে, যার অর্থ পিক্সেল 6, পিক্সেল 7 এবং পিক্সেল ফোল্ড বিক্রির পর 5 বছর ধরে ওএস আপডেট এবং সিকিউরিটি প্যাচ পাবে।
নতুন এই সফ্টওয়্যার সাপোর্ট নিয়ম অনুযায়ী, পিক্সেল 6 Android 17 পর্যন্ত আপডেট পাবে এবং পিক্সেল 7 এবং পিক্সেল ফোল্ড Android 18 পর্যন্ত আপডেট পাবে। অর্থাৎ ডিভাইসগুলির জন্য সিকিউরিটি প্যাচ সহ 2027 পর্যন্ত আপডেট রোল আউট করা হবে।
তবে গুগল পিক্সেল ট্যাবলেটের জন্য এই ধরনের কোনো ঘোষণা করা হয়নি, যার অর্থ এটি লঞ্চের পর থেকে 3 বছর ওএস আপডেট সাপোর্ট পাবে। যদিও পরবর্তীতে এই নিয়মেও পরিবর্তন আসতে পারে।
অতিরিক্ত আপডেট পেতে পারে এই পিক্সেল ফোনগুলি:
- Pixel Fold
- Pixel 7a
- Pixel 7 Pro
- Pixel 7
- Pixel 6a
- Pixel 6 Pro
- Pixel 6