iQOO Z7s 5G: ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা ও অ্যামোলেড ডিসপ্লের সস্তা ফোনের সেল শুরু
গত ২২শে মে একপ্রকার চুপিসারে iQOO সংস্থাটি তাদের Z7-সিরিজের অধীনে একটি নয়া স্মার্টফোন ভারতে লঞ্চ করেছিল। আর আজ অর্থাৎ ২৬শে মে iQOO Z7s 5G নামের এই ডিভাইসটিকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট এবং Amazon India -এ বিক্রির জন্য তালিকাভুক্ত করা হল। সর্বোপরি উক্ত ফোনকে সেল অফারের অংশ হিসাবে সর্বনিম্ন ১৭,৪৯৯ টাকায় কিনে নেওয়া যাবে বলে দাবি করেছে সংস্থাটি। জানিয়ে রাখি, সদ্য লঞ্চের মুখ দেখা এই হ্যান্ডসেট Z7-লাইনআপের দ্বিতীয় ডিভাইস এবং মার্চ মাসে আত্মপ্রকাশ করা iQOO Z7 -এর উত্তরসূরি হিসাবে এসেছে।
ফিচার হিসাবে iQOO Z7s 5G ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের FHD+ ডিসপ্লে প্যানেল, Snapdragon 695 চিপসেট, ৬০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, লেটেস্ট Android 13 ভিত্তিক কাস্টম স্কিন এবং ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থিত বড় ব্যাটারি পাওয়া যাবে। চলুন iQOO Z7s 5G -এর দাম, সেল অফার, লভ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।
আইকো জেড৭এস ৫জি এর দাম ও সেল : iQOO Z7s 5G Price and Sale Details in India
ভারতের বাজারে আইকো জেড৭এস ৫জি স্মার্টফোনকে দুটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। যার মধ্যে ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৮,৯৯৯ টাকা। আর উচ্চতর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ বিকল্পকে কিনতে খরচ করতে হবে ১৯,৯৯৯ টাকা। এটিকে - নরওয়ে ব্লু ও প্যাসিফিক নাইট কালারে পাওয়া যাবে।
লঞ্চ অফারের কথা বললে, আইকো সংস্থার এই লেটেস্ট ৫জি স্মার্টফোনকে HDFC এবং ICICI ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে কিনলে ধার্য মূল্যের উপর অতিরিক্তভাবে আরো ১,৫০০ টাকার ছাড় দেওয়া হবে। যার পর ফোনটির প্রারম্ভিক মূল্য কমে ১৭,৪৯৯ টাকা হয়ে যাবে। এটি বর্তমানে সংস্থার আধিকারিক ওয়েবসাইট এবং অ্যামাজন ইন্ডিয়া (Amazon India) -এর মাধ্যমে কেনার জন্য উপলব্ধ।
আইকো জেড৭এস ৫জি এর স্পেসিফিকেশন: iQOO Z7s 5G Specifications
আইকো জেড৭এস ৫জি ফোনে ৬.৩৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে আছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট ও ১৩০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। উন্নত পারফরম্যান্সের জন্য উক্ত ডিভাইসে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর এবং অ্যাড্রেন ৬১৯ জিপিইউ রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ কাস্টম স্কিনে রান করে। আবার এই ফোনকে ৮ জিবি পর্যন্ত র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। এক্ষেত্রে সংস্থার দাবি অনুসারে, এই হ্যান্ডসেট অতিরিক্তভাবে আরো ৮ জিবি ভার্চুয়াল র্যাম সাপোর্ট করে। এছাড়া মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটির আরও বাড়ানো সম্ভব।
ফটো ও ভিডিওগ্রাফির জন্য নয়া iQOO Z7s 5G ফোনে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল - OIS সমর্থিত ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল বোকেহ লেন্স। এই রিয়ার ক্যামেরায় নাইট সিন, পোর্ট্রেট মোড, মাইক্রো মুভি, প্যানোরামা, ডায়নামিক ফটো, স্লো মোশন, টাইম-ল্যাপস ফটোগ্রাফি, প্রো মোড, এআর মোড ইত্যাদি বিকল্প সাপোর্ট করে। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বিদ্যমান।
তদুপরি কানেক্টিভিটির জন্য সামিল থাকছে - ডুয়েল সিম স্লট, ৫জি, ব্লুটুথ, ওয়াই-ফাই ৫, জিপিএস, GLONASS, GALILEO, BeiDou, GNSS, QZSS, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫মিমি হেডফোন জ্যাক। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে iQOO Z7s 5G -তে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক ফিচার মিলবে। পরিশেষে IP54 জল-প্রতিরোধী রেটিং সহ আসা এই আইকো ব্র্যান্ডিং ফোনের পরিমাপ ১৫৮.৯১x৭৩.৫৩x৭.৮০ মিমি এবং ওজন ১৭২ গ্রাম।