OIS ক্যামেরার সবচেয়ে সস্তা IQOO 5G স্মার্টফোন, হাত কাঁপলেও ছবি ব্লার হবে না, এখন সস্তায় বিক্রি হচ্ছে
iQOO Z9 মিড রেঞ্জ স্মার্টফোনের সামনে দেখা যাবে 6.67 ইঞ্চি AMOLED স্ক্রিন। এই ডিসপ্লে ফুল HD+ রেজোলিউশন (2400×1800 পিক্সেল) এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
আপনিও যদি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS সাপোর্ট ক্যামেরা সহ নতুন ফোন কিনতে চান তাহলে iQOO-র একটি ডিভাইস বেছে নিতে পারেন। এই ফোনের নাম iQOO Z9। এই হ্যান্ডসেটে আছে 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। এই ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে পারে। এছাড়া এই ফোনে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 প্রসেসর ব্যবহার করা হয়েছে। আসুন ভারতে iQOO Z9 এর দাম এবং স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক।
iQOO Z9 এর ভারতে দাম ভারতে
ভারতে আইকো Z9 এর দাম শুরু হয়েছে 18,499 টাকা থেকে। এদেশে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে ফোনটি পাওয়া যাবে।
আইকো Z9 এর বেস 8GB RAM + 128GB স্টোরেজ বিকল্পের দাম 18,499 টাকা।
আর এর 8GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 20,499 টাকা।
ডিভাইসটি অ্যামাজন এবং iQOO ইন্ডিয়া ওয়েবসাইট থেকে কেনা যাবে। আপনি যদি এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করেন তাহলে ফোনটি আরও 1,500 টাকা ডিসকাউন্টে কেনা যাবে। এছাড়া অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারে থাকছে 5 শতাংশ ক্যাশব্যাক।
আইকো Z9 এর ফিচার ও স্পেসিফিকেশন
আইকো Z9 মিড রেঞ্জ স্মার্টফোনের সামনে দেখা যাবে 6.67 ইঞ্চি AMOLED স্ক্রিন। এই ডিসপ্লে ফুল HD+ রেজোলিউশন (2400×1800 পিক্সেল) এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আবার এটি 1800 নিট পর্যন্ত ব্রাইটনেস অফার অরবে। ডিভাইসটি মালি G610 MC4 জিপিইউ সহ মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 চিপসেটের সাথে এসেছে। এটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক ফানটাচ ওএস 14 কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে।
আইকো Z9 ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরাগুলি হল এফ/1.8 অ্যাপারচার ও ওআইএস সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে এফ/2.0 অ্যাপারচার সহ 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ারের জন্য স্মার্টফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
এর কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ডুয়াল সিম, 5G, 4G LTE, ওয়াই-ফাই 5, ব্লুটুথ 5.3 এবং জিপিএস, 3.5mm হেডফোন জ্যাক। ডিভাইসটিতে স্টেরিও স্পিকার, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং IP54 স্প্ল্যাশ রেজিস্ট্যান্স রেটিং রয়েছে।