Motorola ব্যবহারকারীদের জন্য সুখবর, জনপ্রিয় এই ফোনে এল Android 15 আপডেট

Motorola Edge 50 Fusion ফোনের জন্য V1UUI35H.15-15-4 ভার্সন নম্বর সহ স্টেবল অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক আপডেট রোল আউট শুরু হয়েছে, যার সাইজ 1.92 জিবি।;

Update: 2024-12-07 03:22 GMT

Motorola তাদের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন Edge 50 Fusion এর জন্য Android 15 আপডেট রোল আউট শুরু করল। রিপোর্ট অনুসারে, ভারতীয় মোটোরোলা এজ 50 ফিউশন ব্যবহারকারীরা Android 15 ভিত্তিক Hello UI এর স্টেবল ভার্সন আপডেট পেতে শুরু করেছে। উল্লেখ্য, Edge 50 Fusion অক্টোবরে অ্যান্ড্রয়েড 15 বিটা আপডেট পেয়েছিল। গত মে মাসে অ্যান্ড্রয়েড 14 এর সাথে লঞ্চ হয়েছিল ডিভাইসটি।

Motorola Edge 50 Fusion স্টেবল Android 15 আপডেট পেল

মাইস্মার্টপ্রাইস জানিয়েছে যে, ভারতে মোটোরোলা এজ 50 ফিউশন ফোনের জন্য V1UUI35H.15-15-4 ভার্সন নম্বর সহ স্টেবল অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক আপডেট রোল আউট শুরু হয়েছে, যার সাইজ 1.92 জিবি। এই আপডেটটি ওটিএ (ওভার দ্য এয়ার) হিসাবে আনা হয়েছে এবং বিভিন্ন ব্যাচে ডিভাইসে পৌঁছে যাবে। এটি বর্তমানে শুধুমাত্র কয়েকজন ব্যবহারকারী পেয়েছে।

তাই আপনি যদি মোটোরোলা এজ 50 ফিউশন ব্যবহার করেন এবং এখনও আপডেটটি না পেয়ে থাকেন তবে চিন্তা করবেন না, আগামী কয়েকদিনের মধ্যে সবার কাছে আপডেট পৌঁছে যাবে। কোনো সমস্যা না পেলে মোটোরোলা আগামী দিনগুলিতে আরও বড় স্কেলে আপডেটটি রিলিজ করবে।

রিপোর্টে বলা হয়েছে যে, নতুন অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক আপডেটটি আরও স্মার্ট, দ্রুত এবং আরও সুরক্ষিত। এটি স্মুথ গ্রাফিক্স, দ্রুত অ্যাপ্লিকেশন পারফরম্যান্স, স্ক্রিন রেকর্ডিং নোটিফিকেশন এবং বিভিন্ন ভাষার মধ্যে সহজ পরিবর্তন সহ বিভিন্ন সুবিধা দেবে।

আর Android 15 ভিত্তিক এই আপডেটের সাথে নভেম্বর 2024 অ্যান্ড্রয়েড সুরক্ষা প্যাচও অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে এর সিস্টেম আরও শক্তিশালী হয়ে উঠবে।

মোটোরোলা এজ 50 ফিউশন দাম ও ফিচার

মোটোরোলা এজ 50 ফিউশন চলতি বছরের মে মাসে ভারতে লঞ্চ হয়েছিল। লঞ্চের সময়, এর 8 জিবি + 128 জিবি ভ্যারিয়েন্টের দাম ছিল 22,999 টাকা এবং 12 জিবি + 256 জিবি ভ্যারিয়েন্টের দাম ছিল 24,999 টাকা। এতে রয়েছে 6.7 ইঞ্চি পোলেড কার্ভড ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাস রেজোলিউশন সাপোর্ট করে। এই ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন সহ 1600 নিট পিক ব্রাইটনেস অফার করে। পারফরম্যান্সের জন্য এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S জেন 2 চিপসেট। ফটোগ্রাফির জন্য আছে 50 মেগাপিক্সেল প্রাইমারি সনি LYT-700C রিয়ার ক্যামেরা সহ 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এতে টাইপ-সি পোর্ট এবং 68W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

Tags:    

Similar News