20 হাজার টাকার কমে তাবড় তাবড় স্মার্টফোন, OnePlus থেকে Realme ব্র্যান্ডের সেরা মডেল বেছে নিন

OnePlus Nord CE4 Lite 5G স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে মাত্র 19,999 টাকায়। এই ফোনে রিভার্স চার্জিং সহ 5500mAh ব্যাটারি এবং 80W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।;

Update: 2024-12-06 05:38 GMT

New 5G Smartphones Under 20000

2024 সালে ব্র্যান্ডগুলি অত্যাধুনিক ফিচার সহ একাধিক 5G স্মার্টফোন লঞ্চ করেছে। আর এই ডিভাইসগুলি এসেছে বাজেট রেঞ্জে। দাম প্রায় এক হওয়ার কারণে ক্রেতাদের পক্ষে সেরা মডেলটি বেছে নেওয়া কঠিন। তবে চিন্তা করবেন না। আপনি যদি নতুন বছরের আগে একটি নতুন ফোন কিনতে চান তবে আমরা আপনার জন্য 20,000 টাকার কম দামে সেরা স্মার্টফোনের লিস্ট নিয়ে এসেছি। এখান থেকেই আপনি নিজের জন্য সঠিক মডেল বেছে নিতে পারেন।

iQOO Z9s 5G

এই স্মার্টফোনের দাম 19,999 টাকা। এতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রসেসর এবং 120Hz রিফ্রেশ রেট সহ কার্ভড AMOLED ডিসপ্লে। এই ডিভাইসে আছে 5500mAh ব্যাটারি, যা 44W ফ্ল্যাশচার্জ প্রযুক্তি সাপোর্ট করে। এটি অত্যন্ত পাতলা ডিজাইন সহ আসায় প্রিমিয়াম লুক প্রদান করে।

CMF by Nothing Phone 1 5G

নার্থিং ব্র্যান্ডের এই বিশেষ ডিজাইনের ফোনটি 15,490 টাকায় উপলব্ধ। এতে 120Hz রিফ্রেশ রেট, HDR10+ এবং 2000+ নিটের পিক ব্রাইটনেস সহ সুপার AMOLED ডিসপ্লে রয়েছে। সাথে আছে 16MP সেলফি ক্যামেরা, একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 5G প্রসেসর এবং 5000mAh ব্যাটারি।

Realme Narzo 70 Turbo 5G

রিয়েলমির এই ফোনটি পারফরম্যান্স ফোকাসড এবং 16,999 টাকায় কেনা যাবে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 Energy 5G প্রসেসরের সাথে এসেছে এবং 7.5 লাখেরও বেশি AnTuTu বেঞ্চমার্ক স্কোর করেছে। 120Hz ডিসপ্লের পাশাপাশি এতে বিশেষ গেমিং ফিচারও উপস্থিত।

OnePlus Nord CE4 Lite 5G

ওয়ানপ্লাসের এই স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে মাত্র 19,999 টাকায়। এই ফোনে রিভার্স চার্জিং সহ 5500mAh ব্যাটারি এবং 80W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও এতে রয়েছে 50 মেগাপিক্সেল সনি প্রাইমারি ক্যামেরা সেটআপ। এই ডিভাইসে 6.67-ইঞ্চি 120Hz AMOLED ডিসপ্লে রয়েছে, যা 2100 নিট পিক ব্রাইটনেস অফার করে।

HMD Fusion 5G

নোকিয়া স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা এইচএমডি 17,999 টাকায় এই নতুন ফোন লঞ্চ করেছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে 108MP ডুয়াল ক্যামেরা সেটআপ এবং সামনে 50MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 প্রসেসর দ্বারা চালিত এবং 33W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।

Tags:    

Similar News