AMOLED স্ক্রিন ও 50MP ক্যামেরার দুর্দান্ত 5G ফোন মাত্র 2000 টাকায় দিচ্ছে Nokia, নেবেন নাকি
নোকিয়ার পরিবেশ বান্ধব স্মার্টফোন হিসেবে Nokia X30 5G গত সেপ্টেম্বর মাসের শুরুতে বাজারে পা রেখেছিল। এতে অ্যামোলেড স্ক্রিন, Qualcomm Snapdragon 695 প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ এবং ৪,২০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। কোম্পানি এখন Nokia X30 5G হ্যান্ডসেটটি ভাড়ার ভিত্তিতে গ্রাহকদের অফার করছে। চলুন তাহলে এসম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
পরিবেশগত ধারণক্ষমতা বৃদ্ধির আশায় Nokia এখন তার পরিবেশ-বান্ধব X30 5G ফোনটি ভাড়া ভিত্তিতে অফার করছে
নোকিয়া এক্স৩০ ৫জি-এর কেস এবং প্যাকেজিং পুনর্ব্যবহৃত উপাদান থেকে তৈরি করা হয়েছে। এর সাবস্ক্রিপশন-ভিত্তিক ব্যবহারের সাথে ফোনটির সাস্টেইনিবিলিটি প্রোফাইল আরও উন্নত হবে। মিড-রেঞ্জের এই ডিভাইসটির প্রারম্ভিক মূল্য প্রায় ৫২০ ডলার (আনুমানিক ৪২,৪০০ টাকা)। তবে, এটি মাস প্রতি মাত্র ২৫ ডলার (আনুমানিক ২,০৫০ টাকা) ভাড়ায় পাওয়া যাবে। ডিভাইসটি হারিয়ে গেলে বা দুর্ঘটনাক্রমে ক্ষতিগ্রস্ত হলে ভাড়ার পরিষেবাতে রিপ্লেসমেন্টও অন্তর্ভুক্ত রয়েছে।
ভাড়া পরিষেবার কোনও নির্দিষ্ট মেয়াদ নেই তবে গ্রাহকদের তিন মাসের ক্যান্সেলেশন পিরিয়ড পালন করতে হবে। নোকিয়া এক্স৩০ ৫জি-এর স্থায়িত্বের প্রমাণপত্রের সাথে তাল মিলিয়ে নোকিয়া জানিয়েছে যে, পুরানো ডিভাইসগুলি হয় পুনর্ব্যবহার বা রিসাইকেল করা যাবে, কিংবা এগুলি দান করা যেতে পারে।
স্পেসিফিকেশন সম্পর্কে বললে, Nokia X30 5G-এ ৬.৪৩ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) স্ক্রিন রয়েছে, যা ৭০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস অফার করে। তবে এতে পূর্বসূরি X20-এর চেয়ে ছোট ডিসপ্লে থাকলেও, এটি হালকা এবং আরও শক্তিশালী। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট দ্বারা চালিত। স্মার্টফোনটিতে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য, এই নোকিয়া হ্যান্ডসেটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স যুক্ত ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর ফোনের সমনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, X30 5G-তে একটি ৪,২০০ এমএএইচ ব্যাটারি রয়েছে যা X20-এর ৪,৪৭০ এমএএইচ-এর থেকে ছোট। তবে, আশা করা যায় X30 5G ৫,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি যুক্ত অন্যান্য কিছু ব্র্যান্ডের হ্যান্ডসেটের সাথে প্রতিযোগিতা করতে পারে।
উল্লেখ্য, Nokia X30 5G-এর ফ্রেম পুনর্ব্যবহৃত অ্যালুমিনিয়াম থেকে তৈরি এবং এর কেস ৬৫% পুনর্ব্যবহৃত প্লাস্টিক এবং প্যাকেজিং প্রায় ৭০% পুনর্ব্যবহৃত কাগজ দ্বারা নির্মিত। নোকিয়া নির্গমন এবং ই-ওয়েস্ট কমাতে প্যাকেজে চার্জার অন্তর্ভুক্ত করেনি।