সেকেন্ডারি ডিসপ্লে আরও বড় হবে, Nubia Flip II আর কি কি আপগ্রেড অফার করবে দেখুন

Nubia Flip ll ফোনটি ৪,২২৫ এমএএইচ ব্যাটারি সহ আসবে, যা তার পূর্বসূরির ৪,৩১০ এমএএইচ ব্যাটারির থেকে সামান্য কম। নুবিয়া ফ্লিপ ll ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে।

Update: 2024-11-30 05:11 GMT

Nubia Flip ll Launch Date

ZTE এবছর লঞ্চ হওয়া তাদের প্রথম ফোল্ডেবল ফোন, Nubia Flip 5G-এর উত্তরসূরি মডেলের ওপর বর্তমানে কাজ করছে বলে শোনা যাচ্ছে। এই নতুন ডিভাইসটিকে Nubia Flip II বলা হবে বলে আশা করা হচ্ছে। ফোনটি গত আগস্ট মাসে আইএমইআই (IMEI) ডেটাবেসে উপস্থিত হয়েছিল এবং অতি সম্প্রতি এটিকে চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের (MIIT) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে। এমআইআইটি সার্টিফিকেশন প্ল্যাটফর্মে নুবিয়া ফ্লিপ ll-এর এই নতুন উপস্থিতি ফোনের স্পেসিফিকেশন এবং ডিজাইন সম্পর্কে আরও বিশদ তথ্য প্রকাশ করেছে।

Nubia Flip ll ফোনকে দেখা গেল এমআইআইটি প্ল্যাটফর্মে

এমআইআইটি সার্টিফিকেশন সাইট অনুসারে, নুবিয়া ফ্লিপ ll ফোনটি ৪,২২৫ এমএএইচ ব্যাটারি সহ আসবে, যা তার পূর্বসূরির ৪,৩১০ এমএএইচ ব্যাটারির থেকে সামান্য কম। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে। কানেক্টিভিটির ক্ষেত্রে, ফোনটি ৫জি এনআর এনএসএ/এনআর, টিডি-এলটিই, এলটিই এফডিডি, পাশাপাশি ডুয়েল-সিম ডুয়েল-স্ট্যান্ডবাই মোড, ব্লুটুথ এবং জিপিএস, এজিপিএস এবং গ্লোনাস নেভিগেশন সাপোর্ট করবে।

নুবিয়া ফ্লিপ II ফোল্ডবল ফোনে উল্লেখযোগ্য পরিবর্তনগুলির মধ্যে একটি হল এর বৃহত্তর সেকেন্ডারি স্ক্রিন। আর প্রথম প্রজন্মের মডেলে যেখানে বৃত্তাকার ডিজাইন ছিল, নয়া ডিভাইসে আয়তক্ষেত্রাকার ডিজাইন দেখা যাবে। এই পদক্ষেপটি দ্রুত ইন্টার‍্যাকশন এবং নোটিফিকেশনগুলির জন্য একটি আরও ব্যবহারযোগ্য ইন্টারফেস অফার করবে। সেকেন্ডারি স্ক্রিনটি ৪২২ x ৬৮২ পিক্সেল রেজোলিউশন সহ ৩ ইঞ্চির অ্যামোলেড প্যানেল হবে।

আর, নুবিয়া ফ্লিপ II ফোনের ভিতরে ১,১৮৮ x ২,৯৭০ পিক্সেলের উচ্চ রেজোলিউশন সহ ৬.৮৫ ইঞ্চির অ্যামোলেড প্রাইমারি ডিসপ্লে থাকবে। ক্যামেরার লেআউটটিও নতুন করে ডিজাইন করা হয়েছে। হ্যান্ডসেটটির কভার স্ক্রিনের পাশে উল্লম্বভাবে দুটি ক্যামেরা এবং একটি এলইডি ফ্ল্যাশ উপস্থিত থাকবে। ফোনের ফ্রেমে আরও গোলাকার ডিজাইন দেখা যাবে, যার ডান পাশে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন উপস্থিত থাকবে। পাওয়ার বাটনটিকে অতিরিক্ত নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে ব্যবহার করা যাবে।

জানিয়ে রাখি, এবছর লঞ্চ হওয়া নুবিয়া ফ্লিপ ৫জি ফোনে ফুলএইচডি প্লাস রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১.৪৩ ইঞ্চির সার্কুলার ওলেড (OLED) সেকেন্ডারি স্ক্রিন সহ ৬.৯ ইঞ্চির প্রাইমারি স্ক্রিন রয়েছে। নুবিয়া ফ্লিপ ৫জি ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ চিপসেট, ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ডুয়েল-ক্যামেরা সেটআপ রয়েছে। এটি স্টেরিও স্পিকার এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং অফার করে।

Tags:    

Similar News