9000 টাকা দাম কমলো OnePlus 12R ফোনের, সনি ক্যামেরা সহ রয়েছে অ্যামোলেড ডিসপ্লে
ওয়ানপ্লাস 12R ফোনে 256 জিবি পর্যন্ত ইউএফএস 3.1 স্টোরেজ রয়েছে। এর কানেক্টিভিটির অপশনের মধ্যে রয়েছে 5G, 4G এলটিই, ওয়াই-ফাই 7, ব্লুটুথ 5.3, জিপিএস এবং এনএফসি।
ওয়ানপ্লাসের জনপ্রিয় একটি স্মার্টফোন এই মুহূর্তে লঞ্চের সময়ের দাম থেকে অনেক কমে কমার্স প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। এই ফোনের নাম OnePlus 12R। দুর্দান্ত স্পেসিফিকেশন সহ আসা এই ওয়ানপ্লাস ডিভাইসটি ফ্লাট ডিসকাউন্ট, ব্যাঙ্ক কার্ড অফার ও এক্সচেঞ্জ ডিসকাউন্ট সহ কেনা যাবে। হ্যান্ডসেটটির 16 জিবি র্যাম ভ্যারিয়েন্টের উপর এই ছাড় পাওয়া যাচ্ছে। তবে আপনি যদি ব্র্যান্ডের নতুন ফোন কিনতে চান তাহলে কিছুদিন অপেক্ষা করুন। কারণ শীঘ্রই ভারতে OnePlus 13 লঞ্চ হতে চলেছে।
OnePlus 12R অফারে 9,000 টাকা পর্যন্ত সস্তায় পাওয়া যাচ্ছে
কমিউনিটি সেলের অংশ হিসেবে ওয়ানপ্লাস 12R লোভনীয় ছাড়ে বিক্রি হচ্ছে। বর্তমানে স্মার্টফোনটির 16 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ মডেলটি অ্যামাজনে 39,999 টাকায় তালিকাভুক্ত রয়েছে। তবে 2024 সালের জানুয়ারিতে ভারতে লঞ্চের সময় একই ভ্যারিয়েন্টের দাম ছিল 45,999 টাকা। অর্থাৎ, অ্যামাজন সরাসরি 6,000 টাকা ছাড় দিচ্ছে।
তবে অফারটি এখানেই শেষ নয়, কারণ এর সাথে ব্যাঙ্ক অফারও রয়েছে। আইসিআইসিআই, আরবিএল এবং ওয়ানকার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে 3,000 টাকা ফ্ল্যাট ছাড় দেওয়া হচ্ছে। এই ছাড় পেলে ডিভাইসের দাম কমে দাঁড়াবে 36,999 টাকায়। অ্যামাজন জানিয়েছে যে, লঞ্চের পর এটিই সর্বনিম্ন দাম। এর পাশাপাশি পুরানো ফোন এক্সচেঞ্জ করেও বাম্পার ডিসকাউন্ট পাওয়া যাবে।
স্পেসিফিকেশন ও ফিচার
অ্যামোলেড ডিসপ্লে সহ বেশি র্যাম
ওয়ানপ্লাস 12R স্মার্টফোনে 6.78-ইঞ্চি 1.5K (1264x2780 পিক্সেল) LTPO 4.0 AMOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লে গরিলা গ্লাস ভিক্টাস 2 প্রোটেকশন, 4500 নিটস পিক ব্রাইটনেস লেভেল ও 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট সহ এসেছে। এতে পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট, 16 জিবি পর্যন্ত এলপিডিডিআর5এক্স র্যাম দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য দুর্দান্ত ক্যামেরা
ফটোগ্রাফির জন্য এই ডিভাইসে রয়েছে অসাধারণ ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল এফ/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল সনি IMX890 সেন্সর, 112 ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং এফ/২.৪ অ্যাপারচার সহ 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে এফ/2.4 অ্যাপারচারসহ 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
দ্রুত চার্জিং সঙ্গে বড় ব্যাটারি
ওয়ানপ্লাস 12R ফোনে 256 জিবি পর্যন্ত ইউএফএস 3.1 স্টোরেজ রয়েছে। এর কানেক্টিভিটির অপশনের মধ্যে রয়েছে 5G, 4G এলটিই, ওয়াই-ফাই 7, ব্লুটুথ 5.3, জিপিএস এবং এনএফসি। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য ডিভাইসে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 100W SuperVOOC ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। এই স্মার্টফোনে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে না।