লাজবাব ফিচার সহ OnePlus Ace 5 এর এন্ট্রি এই মাসে, বাহুবলী ব্যাটারি সহ থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর
OnePlus Ace 5 মডেলের ব্যাটারিটি ৬,২৮৫ এমএএইচ ক্ষমতাসম্পন্ন এবং এর টিপিক্যাল ভ্যালু হল ৬,৪১৫ এমএএইচ। হ্যান্ডসেটটিতে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে।
ওয়ানপ্লাস এমাসের শেষের দিকে চীনে তাদের পরবর্তী প্রজন্মের এস ৫ সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এই লাইনআপে দুটি ফোন অন্তর্ভুক্ত থাকবে, OnePlus Ace 5 এবং OnePlus Ace 5 Pro। এগুলিতে যথাক্রমে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই অনলাইনে বিভিন্ন সূত্র মারফৎ এস ৫ সিরিজের একাধিক স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। আর এখন সুপরিচিত এক টিপস্টারের সৌজন্যে স্ট্যান্ডার্ড ওয়ানপ্লাস এস ৫ মডেলটির সর্ম্পকে প্রায় সব তথ্যই সামনে এসেছে। আসুন এগুলি দেখে নেওয়া যাক।
ওয়ানপ্লাস এস ৫ ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছেন যে, ওয়ানপ্লাস এস ৫ ফোনে ৬.৭৮ ইঞ্চির বিওই এক্স২ ৮টি এলটিপিও প্যানেল রয়েছে, যার চার দিকেই ফ্ল্যাট ডিজাইন এবং সুপার-স্লিম বেজেল বিদ্যমান। স্ক্রিনটি ১.৫কে রেজোলিউশন এবং সম্ভবত ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ডিভাইসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট থাকবে, যা ৩.৩ গিগাহার্টজ ক্লক স্পিডে চলে। সাম্প্রতিক একটি প্রতিবেদন থেকে জানা গেছে যে হ্যান্ডসেটটি লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট দ্বারা চালিত ফোনের মতোই গেমিং অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম।
ওয়ানপ্লাস এস ৫ মডেলের ব্যাটারিটি ৬,২৮৫ এমএএইচ ক্ষমতাসম্পন্ন এবং এর টিপিক্যাল ভ্যালু হল ৬,৪১৫ এমএএইচ। হ্যান্ডসেটটিতে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে। ডিজাইনের ক্ষেত্রে, ওয়ানপ্লাস এস ৫ মডেলটি প্রিমিয়াম লুকের সাথে আসবে, যার মধ্যে একটি ক্রিস্টাল শিল্ড গ্লাস, একটি রাইট-অ্যাঙ্গেল মেটাল মিডল ফ্রেম এবং গ্রিন সিরামিক বডি থাকবে। এছাড়াও, ওয়ানপ্লাস এই ফোনে তাদের সিগনেচার অ্যালার্ট স্লাইডারটি অন্তর্ভুক্ত করবে বলে জানা গেছে।
ওয়ানপ্লাস এস ৫ হ্যান্ডসেট সম্পর্কিত অন্যান্য রিপোর্টগুলি ইঙ্গিত করেছে যে, এটিতে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেলের সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে কালারওএস ১৫ কাস্টম স্কিনে চলবে। সম্ভবত, ফোনটির সর্বোচ্চ ভ্যারিয়েন্ট ১৬ জিবি র্যাম এবং ১ টিবি স্টোরেজ অফার করতে পারে।
প্রসঙ্গত, আগামী বছর জানুয়ারি মাসে গ্লোবাল মার্কেটে ওয়ানপ্লাস ১৩আর ফোনটি আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে, এটি হবে ওয়ানপ্লাস এস ৫ মডেলের একটি সামান্য পরিবর্তিত সংস্করণ। ওয়ানপ্লাস ১৩আর হ্যান্ডসেটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৫০ মেগাপিক্সেলের ২এক্স টেলিফটো সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে। এটি ছোট ৫,৫০০ এমএএইচ ব্যাটারি অফার করবে বলে জানা গেছে।