গ্রিন লাইন সমস্যা সমাধানে বড় ঘোষণা, নতুন-পুরানো সমস্ত OnePlus ফোনের সাথে লাইফটাইম ওয়ারেন্টি
ওয়ানপ্লাস তাদের ফোনের ডিসপ্লের গ্রিন লাইন সমস্যা সমাধানের এই সলিউশনের নাম রেখেছে 'Green Line Worry-Free Solution'। যারমধ্যে প্রযুক্তিগত সমাধানের পাশাপাশি কিছু বিক্রয় পরবর্তী সুবিধা পাবে ওয়ানপ্লাস ফোন ক্রেতারা।;
OnePlus Green Line Worry-Free Solution: ওয়ানপ্লাস জানুয়ারিতে ভারতে OnePlus 13 লঞ্চের আগেই বড় ঘোষণা করল। ক্রেতারা যাতে নির্ভয়ে ওয়ানপ্লাস ফোন কিনতে পারেন, সেকারণে নতুন প্রযুক্তি ও সুবিধা নিয়ে হাজির হয়েছে চীনা ব্র্যান্ডটি। আসলে ওয়ানপ্লাসের অনেক ফোনের ডিসপ্লেতে গ্রিন লাইন সমস্যা দেখা যায়। আর এই সমস্যা সমাধানের জন্য ওয়ানপ্লাস একটি নতুন সলিউশন নিয়ে এসেছে। এছাড়াও ক্রেতাদের সন্তুষ্ট করতে ওয়ানপ্লাস ডিসপ্লের সাথে লাইফ টাইম ওয়ারেন্টি দেওয়ার কথা ঘোষণা করেছে। এই সুবিধা নতুন ও পুরানো উভয় ওয়ানপ্লাস স্মার্টফোনের সাথে পাওয়া যাবে।
OnePlus গ্রিন লাইন ওয়ারি-ফ্রি সলিউশন কি কি সুবিধা দেবে
ওয়ানপ্লাস তাদের ফোনের ডিসপ্লের গ্রিন লাইন সমস্যা সমাধানের এই সলিউশনের নাম রেখেছে 'গ্রিন লাইন ওয়ারি-ফ্রি সলিউশন'। যারমধ্যে প্রযুক্তিগত সমাধানের পাশাপাশি কিছু বিক্রয় পরবর্তী সুবিধা পাবে ওয়ানপ্লাস ফোন ক্রেতারা।
ওয়ানপ্লাস ইন্ডিয়ার সিইও রবিন লিউ বলেছেন যে, "ওয়ানপ্লাস হল প্রথম ব্র্যান্ড যারা ভারতীয় বাজারে ডিসপ্লে সমস্যা সমাধান করতে প্রযুক্তিগত সমাধান নিয়ে এসেছে। আমরা কেবল অ্যামোলেড ডিসপ্লের প্রযুক্তি আপগ্রেড করছি তাই নয়, আমরাই হলাম প্রথম ব্র্যান্ড যারা ভারতীয় ক্রেতাদের আজীবন ডিসপ্লে ওয়ারেন্টি অফার করবো, আমাদের প্রযুক্তি এবং আমাদের পরিষেবা ক্রেতাদের আস্থা অর্জন করবে।"
ওয়ানপ্লাসের উন্নত ডিসপ্লে প্রযুক্তি
গ্রিন লাইন ওয়ারি-ফ্রি সলিউশনের প্রযুক্তিগত সমাধানের কথা বললে, ওয়ানপ্লাস ফোনে এখন অ্যামোলেড ডিসপ্লেতে আরও ভাল পিভিএক্স এজ-সিলিং উপাদান ব্যবহার করা হচ্ছে। পিভিএক্স এজ-সিলিং উপাদান একটি উচ্চ-পারফরম্যান্স অফারকারী উপাদান যা ফোনকে আবহাওয়া এবং রাসায়নিকের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে।
ওয়ানপ্লাসের মান নিয়ন্ত্রণ
ওয়ানপ্লাস তাদের ফোনের জন্য 'ডাবল 85' পরীক্ষা করে, যেখানে ফোনকে বিভিন্ন সময়ে দীর্ঘক্ষণ 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 85 শতাংশ আর্দ্রতার মধ্যে রাখা হয়। এই চরম পরিস্থিতি ডিভাইসগুলির স্থায়িত্বকে বাড়িয়ে দেয়।