OnePlus Nord 4 5G ফোনের 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দামে ভারী পতন, 5 হাজার টাকা পর্যন্ত ছাড়
ওয়ানপ্লাস নর্ড 4 5G এই বছরের জুলাই মাসে লঞ্চ হয়েছিল। এতে অ্যালুমিনিয়াম ফ্রেম সঙ্গে একটি অ্যালুমিনিয়াম ব্যাক প্যানেল উপস্থিত।;
ওয়ানপ্লাস স্মার্টফোনগুলি প্রিমিয়াম লুকের পাশাপাশি দুর্দান্ত ফিচার দেয়। যদিও অত্যাধুনিক ফিচার থাকলেও চীনা ব্র্যান্ডের ফোনগুলির দাম সাধ্যের মধ্যেই থাকেই। আপনি যদি এই মুহূর্তে নতুন ওয়ানপ্লাস স্মার্টফোন কিনতে চান তাহলে আমরা একটি ডিভাইস বিকল্প হিসেবে আপনাকে বলতে পারি। এই ফোনের নাম OnePlus Nord 4 5G। হ্যান্ডসেটটি এখন কম দামে পাওয়া যাচ্ছে।
OnePlus Nord 4 5G ডিভাইসে রয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেমের সঙ্গে অ্যালুমিনিয়ামের ব্যাক প্যানেল। এর পাশাপাশি, এটি বিভিন্ন রঙে পাওয়া যাবে। অ্যামাজন এখন এই স্মার্টফোনটি সস্তায় কেনার সুযোগ দিচ্ছে। অ্যামাজনে এর উপর ইনস্ট্যান্ট ডিসকাউন্ট সহ ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে।
OnePlus Nord 4 5G এর দাম কমলো
ওয়ানপ্লাস নর্ড 4 5G বর্তমানে অ্যামাজনে 32,999 টাকায় তালিকাভুক্ত আছে। তবে এখন ডিভাইসের উপর 9 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। সীমিত সময়ের জন্য এই ডিসকাউন্ট অফার দিচ্ছে অ্যামাজন। ফ্ল্যাট ডিসকাউন্টের পর স্মার্টফোনটি মাত্র 29,999 টাকায় কেনা যাবে। আবার আপনার যদি পুরানো স্মার্টফোন থাকে তবে এক্সচেঞ্জ করে আরও ডিসকাউন্ট মিলবে।
পুরনো স্মার্টফোন বদলে ওয়ানপ্লাস নর্ড 4 5G কিনলে 27,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পাওয়া যাবে। আপনি কত টাকা এক্সচেঞ্জ ভ্যালু পাবেন তা নির্ভর করবে আপনার ফোনের বর্তমান অবস্থার উপর। এছাড়াও, অ্যামাজন নির্বাচিত ব্যাঙ্ক কার্ডে ক্রেতাদের 2000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। সব অফারের সুবিধা পেলে ওয়ানপ্লাস নর্ড 4 5G এর 256GB মডেলটি খুব কম দামে কেনা যাবে।
OnePlus Nord 4 5G স্পেসিফিকেশন
ওয়ানপ্লাস নর্ড 4 5G এই বছরের জুলাই মাসে লঞ্চ হয়েছিল। এতে অ্যালুমিনিয়াম ফ্রেম সঙ্গে একটি অ্যালুমিনিয়াম ব্যাক প্যানেল উপস্থিত। ডিভাইসটি 6.74-ইঞ্চি AMOLED স্ক্রিন সহ এসেছে, যা 120Hz রিফ্রেশ রেট এবং 2150 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।
স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক অক্সিজেনওএস কাস্টম অপারেটিং সিস্টেমে চলে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন 7+ জেন 3 প্রসেসর, 16 জিবি পর্যন্ত র্যাম ও 512 জিবি পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য, এতে 50 + 8 মেগাপিক্সেল সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।