মিড রেঞ্জে Oppo A2 Pro 5G দেবে সেরা ফিচার, দাম সহ সেলের তারিখ লঞ্চের আগেই ফাঁস
গতকালই Oppo A2 Pro 5G ফোনের লঞ্চের তারিখ ফাঁস হয়েছিল। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (Digital Chat Station) দাবি করেছেন যে, এই 5G স্মার্টফোনকে আগামী ১৫ই সেপ্টেম্বর লঞ্চ করা হবে। আর আজ উক্ত মডেলটির সেলের তারিখ প্রকাশ্যে এল। চীনা টেলিকম (China Telecom) সাইটের লিস্টিং থেকে Oppo A2 Pro 5G ডিভাইসের সেলের তারিখ, স্পেসিফিকেশন, ডিজাইন রেন্ডার এবং দাম সামনে এসেছে।
Oppo A2 Pro 5G স্মার্টফোনের রেন্ডার ফাঁস হল
চীনা টেলিকম দ্বারা প্রকাশিত রেন্ডার ইমেজে, ওপ্পো এ২ প্রো ৫জি স্মার্টফোনের ডিসপ্লে প্যানেলের ঠিক মধ্যিখানে একটি পাঞ্চ-হোল কাটআউট দেখা গেছে। আর ডিভাইসটির পিছনে LED ফ্ল্যাশ লাইট সহ ডুয়াল ক্যামেরা সেটআপ উপস্থিত। আবার এই ফোনের ডান প্রান্তে পাওয়ার বাটন এবং ভলিউম রকার-কী অবস্থান করবে।
Oppo A2 Pro 5G স্মার্টফোনের দাম ও সেলের তারিখ
দামের কথা বললে, আসন্ন ওপ্পো এ২ প্রো ৫জি চীনে মোট তিনটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হবে। যার মধ্যে ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের দাম ২,০৯৯ ইউয়ান (ভারতীয় মূল্যে প্রায় ২৪,২০০ টাকা) রাখা হবে। এছাড়া ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ২,২৯৯ ইউয়ান (প্রায় ২৬,১০০ টাকা) ও ২,৪৯৯ ইউয়ান (প্রায় ২৮,৩০০ টাকা) ধার্য করা হতে পারে। চীনে ডিভাইসটির সেল ২২শে সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানা গেছে। ডিভাইসটি ভাস্ট ব্ল্যাক, ডেসার্ট ব্রাউন এবং ডাস্ক পার্পেল কালার বিকল্পে পাওয়া যাবে।
Oppo A2 Pro 5G -এর সম্ভাব্য স্পেসিফিকেশন
চীনা টেলিকমের লিস্টিং অনুসারে, Oppo A2 Pro 5G স্মার্টফোনে ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হবে। ডুয়াল-সিমের এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস কাস্টম ইউজার ইন্টারফেস দ্বারা চালিত হবে। আবার প্রসেসর হিসাবে এতে মিডিয়াটেক এমটি৬৮৭৭টিটি (MediaTek এর MT6877TT) চিপসেট ব্যবহার করা হতে পারে। এক্ষেত্রে মনে হচ্ছে এটি ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর হবে। এই ফোনকে ১২ জিবি পর্যন্ত র্যাম এবং সর্বাধিক ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে পাওয়া যাবে।
ক্যামেরা বিভাগের ক্ষেত্রে Oppo A2 Pro 5G স্মার্টফোনের পেছনে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি হতে পারে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি পোর্ট্রেট লেন্স। এদিকে সেলফি এবং ভিডিও কলিংয়ের সুবিধার্থে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা মিলবে। পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। অর্থাৎ এই ফোনে নিঃসন্দেহে ফাস্ট চার্জিং সমর্থন করবে। এছাড়া জানা যাচ্ছে, এর পরিমাপ ১৬২.৬৬×৭৪.২৮×৭.৯ মিমি এবং ওজন ১৯০ গ্রাম হবে।