Oppo Find X8 সিরিজের প্রথম সেল আজ, 19499 টাকা ডিসকাউন্ট, ক্যামেরায় তাক লাগাবে
ওপ্পো ফাইন্ড X8 প্রো এর 16GB+512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 99,999 টাকা, তবে অফারের কারণে এটি 80,500 টাকায় পাওয়া যাবে। এছাড়াও, Oppo Find X8 এর 12GB + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টটি 69,999 টাকায় লঞ্চ হলেও 55,000 টাকায় অফার সহ কেনা যাবে।;
Oppo সম্প্রতি ভারতে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Find X8 লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে দুটি ডিভাইস এসেছে - বেস ও প্রো মডেল। আজ অর্থাৎ ৩ ডিসেম্বর মঙ্গলবার প্রথমবার ভারতে এই দুই ফোন সেলে বিক্রির জন্য উপলব্ধ হচ্ছে। আর এই সেলে Oppo Find X8 সিরিজ 19499 টাকা পর্যন্ত সস্তায় কেনা যাবে। ডিভাইসগুলির সাথে ব্যাংক অফার ও এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। জানিয়ে রাখি ওপ্পোর এই ফোনগুলি ফ্ল্যাগশিপ পারফরম্যান্সের পাশাপাশি দুর্দান্ত মোবাইল ফটোগ্রাফি অফার করবে। এই সিরিজে প্রথমবার দুটি টেলিস্কোপ ক্যামেরা দেওয়া হয়েছে।
Oppo Find X8 সিরিজের দাম ও অফার
ওপ্পো ফাইন্ড X8 প্রো এর 16GB+512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 99,999 টাকা, তবে অফারের কারণে এটি 80,500 টাকায় পাওয়া যাবে। এছাড়াও, ওপ্পো ফাইন্ড X8 এর 12GB + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টটি 69,999 টাকায় লঞ্চ হলেও 55,000 টাকায় অফার সহ কেনা যাবে। আবার এর 16GB + 512GB স্টোরেজ ভ্যারিয়েন্ট 64,000 টাকায় কেনা যাবে, যেখানে এর আসল দাম 79,999 টাকা।
নতুন ওপ্পো স্মার্টফোন দুটি আজ 3 ডিসেম্বর থেকে ফ্লিপকার্ট এবং বিভিন্ন রিটেল আউটলেট থেকে কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে এসবিআই, এইচডিএফসি ব্যাংক, কোটাক ব্যাংক, ব্যাংক অফ বরোদা এবং আইডিএফসি ফার্স্ট ব্যাংকের কার্ড থেকে পেমেন্ট করলে 10 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। তবে সবচেয়ে বেশি অর্থাৎ 14,499 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে। এছাড়াও ওপ্পো তাদের ক্রেতাদের আলাদাভাবে 5000 টাকা এক্সচেঞ্জ বোনাস এবং 3000 টাকা আপগ্রেড বোনাস দিচ্ছে। সাথে 24 মাসের নো-কস্ট ইএমআই অফার পাওয়া যাবে।
Oppo Find X8 সিরিজের স্পেসিফিকেশন
ফাইন্ড X8 ও ফাইন্ড X8 প্রো স্লিক প্রিমিয়াম ডিজাইনের সাথে এসেছে এবং প্রো মডেলে রয়েছে 6.78 ইঞ্চির কোয়াড কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। যেখানে বেস মডেলে 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যাবে। নতুন লাইনআপটি MediaTek Dimensity 9400 প্রসেসর দ্বারা চালিত এবং ডিভাইস দুটিতে 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এই সিরিজ অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক কালারওএস 15 সফটওয়্যার স্কিনে চলে। ওপ্পো ফাইন্ড X8 মডেলে দেওয়া হয়েছে 5630 এমএএইচ ব্যাটারি। আর ফাইন্ড X8 প্রো মডেলে 5910 এমএএইচ ব্যাটারি রয়েছে।
ফটোগ্রাফির জন্য এই সিরিজের বেস ও প্রো মডেলে যথাক্রমে ট্রিপল ও কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল 50MP সনি এলওয়াইটি 808 টেলিফটো প্রাইমারি সেন্সর, 50MP সনি এলওয়াইটি 700 সেন্সর, 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা। প্রো মডেলে অতিরিক্ত 6x অপটিক্যাল জুম সহ 50MP টেলিফটো পেরিস্কোপ লেন্স পাওয়া যাবে। হ্যাসেলব্লাড মোড ও হাইপারটোন ইমেজ ইঞ্জিন সহ রিয়ার ক্যামেরায় 120x জুম সাপোর্ট করবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এগুলিতে 32 মেগাপিক্সেল সনি আইএমএক্স615 ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
সিরিজের বেস ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে স্টার গ্রে এবং স্পেস ব্ল্যাক রঙে। যেখানে প্রো মডেলটি স্পেস ব্ল্যাক এবং পার্ল হোয়াইটের মতো রঙে এসেছে।