Oppo K12x: মেঝেতে পড়লেও ভাঙবে না! চমকপ্রদ ফিচার নিয়ে সস্তায় ভারতে হাজির ওপ্পো কে১২এক্স

By :  SUMAN
Update: 2024-07-29 09:13 GMT

ওপ্পো কে১২এক্স অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে লঞ্চ হল। ফোনটির বিশেষত্ব হল মিলিটারি গ্রেড ড্যামেজ প্রুফ আর্মর বডি। অতিরিক্ত তাপ, ঠান্ডা, আর্দ্রতা সহজেই সহন করবে এটি। হাত থেকে পড়লেও থাকবে অক্ষত। আবার আইপি৬৪ রেটিং থাকার ফলে জল ও ধুলো ফোনের ভিতরে ঢুকতে পারবে না। এত সব সুবিধা থাকা সত্ত্বেও বেশ সস্তায় এসেছে ফোনটি। চলুন ওপ্পো কে১২এক্স স্মার্টফোনের দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

ওপ্পো কে১২এক্স দাম

ওপ্পোর এই নতুন ফোনটি দু'টি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে - ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি এবং ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি। দাম যথাক্রমে ১২,৯৯৯ টাকা ও ১৫,৯৯৯ টাকা। মুনলাইট ভায়োলেট ও ব্রিজ ব্লু কালার অপশনে ফ্লিপকার্ট, ওপ্পোর অনলাইন স্টোর, ও পার্টনার অফলাইন স্টোরে পাওয়া যাবে এটি। নির্বাচিত ব্যাঙ্কের কার্ডে ১,০০০ টাকা ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি।

ওপ্পো কে১২এক্স স্পেসিফিকেশন ও ফিচার্স

ওপ্পোর এই ফোনের সামনে ৬.৬৭ ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ ও পিক ব্রাইটনেস ১০০০ নিটস। স্ক্রিনের প্রোটেকশনের জন্য ডাবল টেম্পারিং পান্ডা গ্লাস রয়েছে এতে। আবার এটি সেগমেন্টের প্রথম ফোন, যা স্প্ল্যাশ টাচ প্রযুক্তি অফার করছে। এর ফলে হাত বা ডিসপ্লে ভেজা থাকলেও টাচ কাজ করবে। মজবুতির জন্য রিইনফোর্সড কম্পোনেন্ট থাকলেও, ওপ্পো কে১২এক্স হালকা ও কম্প্যাক্ট। এটি ৬.৬৮ মিমি পাতলা এবং ওজন ১৮৬ গ্রাম।

এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। র‍্যাম ভার্চুয়ালি অতিরিক্ত ৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফটোগ্রাফির জন্য পিছনে ৩২ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। আর সামনে একটি ৮ মেগাপিক্সেল সেন্সর বর্তমান। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি পাওয়ার বাটনে ইন্টিগ্রেট করা আছে। ফোনটির ৫,১০০ এমএএইচ ব্যাটারি ৪৫ ওয়াট সুপারভোক চার্জিং সাপোর্ট করে। ওপ্পো কে১২এক্স'র অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে এআই লিঙ্ক বুস্ট ও ট্রিনিটি ইঞ্জিন।

Tags:    

Similar News