Poco M7 5G ভারতে আসছে 6GB র্যাম সহ স্ন্যাপড্রাগন প্রসেসরের সাথে, দেখা গেল Geekbench-এ
পোকো ইন্ডিয়া আগামী 17 ডিসেম্বর ভারতে Poco M7 5G Pro 5G এবং পোকো C75 5G লঞ্চ করতে চলেছে। এরমধ্যে প্রথম ডিভাইসে 6.67 ইঞ্চি ফুল এইচডি + অ্যামোলেড ডিসপ্লে দেখা যাবে।
Poco M7 5G শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। যদিও এর লঞ্চের তারিখ এখনও নিশ্চিত করা হয়নি। তবে আজ একে বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম Geekbench-এ দেখা গেছে। এই লিস্টিং অনুসারে, এর মডেল নম্বর 24108PCE2I। মডেল নম্বরের শেষে 'I' থাকার অর্থ এটি ভারতীয় ভ্যারিয়েন্ট হবে। গিকবেঞ্চ থেকে এর প্রসেসর, র্যাম ও অ্যান্ড্রয়েড ওএস ভার্সন সম্পর্কে জানা গেছে। আসুন পোকোর নতুন ফোন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Poco M7 5G এর ভারতীয় ভ্যারিয়েন্ট উপস্থিত হল Geekbench-এ
গিকবেঞ্চের লিস্টিং অনুযায়ী, সিঙ্গেল কোর টেস্টে ডিভাইসটি পেয়েছে 919 পয়েন্ট। একই সঙ্গে মাল্টিকোর টেস্টে 2171 পয়েন্ট অর্জন করেছে ফোনটি। পোকো M7 5G এর আসন্ন হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 প্রসেসর ব্যবহার করা হবে। বেঞ্চমার্কিং সাইটে এই ফোনকে 6 জিবি পর্যন্ত র্যাম সহ দেখা গেছে। যদিও লঞ্চের সময় এর আরও র্যাম ভ্যারিয়েন্ট থাকবে। মাইস্মার্টপ্রাইস তাদের রিপোর্টে বলেছে, পোকো M7 5G ফোনটি চীনে লঞ্চ হওয়া Redmi 13R এর রিব্র্যান্ডেড সংস্করণ হতে পারে।
Poco M7 Pro 5G এবং Poco C75 5G আগামী 17 ডিসেম্বর ভারতে লঞ্চ হবে
পোকো ইন্ডিয়া আগামী 17 ডিসেম্বর ভারতে পোকো M7 প্রো 5G এবং পোকো C75 5G লঞ্চ করতে চলেছে। এরমধ্যে প্রথম ডিভাইসে 6.67 ইঞ্চি ফুল এইচডি + অ্যামোলেড ডিসপ্লে দেখা যাবে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং 2100 নিটসের পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। ডিসপ্লে সুরক্ষার জন্য দেওয়া হবে গরিলা গ্লাস 5। ফটোগ্রাফির জন্য এতে পাওয়া যাবে 50 মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ।
বায়োমেট্রিক সিকিউরিটির জন্য পোকো M7 প্রো 5G ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। সাথে 3.5mm হেডফোন জ্যাক এবং ডলবি অ্যাটমস পাওয়া যাবে।
Poco C75 5G এর কথা বললে, এতে টার্বো র্যাম সহ মোট 8 জিবি পর্যন্ত র্যাম থাকবে। প্রসেসর হিসেবে এতে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন 4s Gen 2। এই ডিভাইসের দাম থাকবে 9 হাজার টাকার কম।