Realme Narzo 30 5G ও Realme Narzo 30 সস্তায় ভারতে লঞ্চ হল, প্রথম সেলে পাবেন ৫০০ টাকা ছাড়
প্রত্যাশামতোই আজ ভারতে লঞ্চ হল Realme Narzo 30 5G ও Realme Narzo 30 (রিয়েলমি নারজো ৩০ ৫জি ও রিয়েলমি নারজো ৩০)। কয়েক মাস আগে গ্লোবাল মার্কেটে ফোন দুটির ওপর থেকে প্রথমবার পর্দা সরানো হয়েছিল। Realme Narzo 30 5G ফোনে আছে মিডিয়াটেক ডায়মেনসিটি ৭০০ প্রসেসর। আবার মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর সহ এসেছে Realme Narzo 30। এছাড়া দুটি ফোনেই পাওয়া যাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ট্রিপল রিয়ার ক্যামেরা, ৫,০০০ এমএএইচ ব্যাটারি। রিয়েলমি নারজো ৩০ ৫জি ও রিয়েলমি নারজো ৩০ ফোন দুটি ভারতে ২০,০০০ টাকার কমে পাওয়া যাবে।
Realme Narzo 30 5G ও Realme Narzo 30 এর দাম ও লভ্যতা
রিয়েলমি নারজো ৩০ ৫জি এর দাম রাখা হয়েছে ১৫,৯৯৯ টাকা। এই মূল্য ফোনটির ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের। ফোনটি রেসিং ব্লু ও রেসিং সিলভার কালারে পাওয়া যাবে।
অন্যদিকে রিয়েলমি নারজো ৩০ ফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। ফোনটির ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম ১২,৪৯৯ টাকা। আবার ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ১৪,৪৯৯ টাকা। এই ফোনটিও রেসিং সিলভার ও রেসিং ব্লু উপলব্ধ।
Realme Narzo 30 5G ও Realme Narzo 30 ফোন দুটি Flipkart ও realme.com থেকে পাওয়া যাবে। ফোন দুটির প্রথম সেল অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩০ জুন ও ২৯ জুন তারিখে।
লঞ্চ অফার হিসেবে প্রথম সেলে Realme Narzo 30 5G ও Realme Narzo 30 ফোন দুটি ৫০০ টাকা ডিসকাউন্টে কেনা যাবে।
Realme Narzo 30 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
রিয়েলমি নারজো ৩০ ৫জি ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড রিয়েলমি ইউআই ২.০ কাস্টম ওএস-এ চলবে। এই ফোনের সামনে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) পাঞ্চ হোল ডিসপ্লে। এই ডিসপ্লে ৯০.৫ শতাংশ স্ক্রিন টু বডি রেশিও ও ৬০০ নিটস পিক ব্রাইটনেস অফার করবে।
আবার রিয়েলমি নারজো ৩০ ৫জি ফোনের পিছনে পাওয়া যাবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (এফ/১.৮ অ্যাপারচার), ২ মেগাপিক্সেল পোট্রেট লেন্স (এফ/২.৪ অ্যাপারচার) ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স (এফ/২.৪অ্যাপারচার)। সেলফি ও ভিডিও কলের জন্য ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপলব্ধ (এফ/২.১ অ্যাপারচার)। পিছনের ক্যামেরায় লো লাইট ফটোগ্রাফির জন্য সুপার নাইটস্কেপ মোড আছে।
Realme Narzo 30 5G ফোনে অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে৷ সাথে আছে ARM Mali-G57 জিপিইউ। ফোনটি ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে।
Realme Narzo 30 5G ফোনটি এসেছে ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে। এই ব্যাটারি ৪২ ঘন্টা কলিং, ১৬ ঘন্টা ভিডিও ও ৬৫৫ ঘন্টা স্ট্যান্ডবাই টাইম অফার করবে বলে কোম্পানি দাবি করেছে। এতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এসেছে।
কানেক্টিভিটি অপশনের মধ্যে এতে ৫জি, ৪জি এলটিই, ওয়াই ফাই, ব্লুটুথ ভি ৫.১, জিপিএস / এ-জিপিএস এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত রয়েছে। ফোনটির ওজন ১৮৫ গ্রাম।
Realme Narzo 30 এর স্পেসিফিকেশন ও ফিচার
রিয়েলমি নারজো ৩০ ফোনে অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড ১১ বেসড রিয়েলমি ইউআই ২.০। এই ফোনে ব্যবহার করা হয়েছে ARM Mali-G76 জিপিইউ সহ অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর। ফোনটি ৬ জিবি পর্যন্ত র্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই স্টোরেজ আরও বাড়ানো যাবে।
রিয়েলমি নারজো ৩০ ফোনে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) এলসিডি স্ক্রিন উপস্থিত। এই ডিসপ্লের পিক্সেল ডেন্সিটি ৪০৫ পিপিআই, রিফ্রেশ রেট ৯০ হার্টজ রিফ্রেশ রেট, স্ক্রিন টু বডি রেশিও ৯০.৫ শতাংশ ও ব্রাইটনেস ৫৮০ নিটস।
ফটোগ্রাফির জন্য Realme Narzo 30 ফোনটির পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এর প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল (এফ/১.৮)। বাকি দুটি ক্যামেরা ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর (এফ/২.৪) ও ২ মেগাপিক্সেল ব্ল্যাক এন্ড হোয়াইট সেন্সর (এফ/২.৪)। ফোনটির ডিসপ্লের পাঞ্চ হোলের মধ্যে ১৬ মেগাপিক্সেল Sony IMX471 সেন্সর সহ ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
Realme Narzo 30 ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে রয়েছে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারি ৩২ দিন স্ট্যান্ডবাই টাইম, ৪৮ ঘন্টা কলিং ও ১৬ ঘন্টা অনলাইন সিনেমা দেখতে দেবে। ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৩.৫মিমি আডিও জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট ও মাইক্রোএসডি কার্ড স্লট। ফোনটির ওজন ১৯২ গ্রাম।