Realme Note 60X মাত্র 7 হাজার টাকায় শক্তিশালী ব্যাটারি সহ লঞ্চ হল, ভেজা হাতেও টাচ কাজ করবে

রিয়েলমি নোট 60X এর 4GB র‌্যাম + 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 4,799 পেসো (প্রায় 7,000 টাকা)। এটি মার্বেল ব্ল্যাক এবং ওয়াইল্ডারনেস গ্রিন কালারে এসেছে।

Update: 2024-12-10 13:45 GMT

রিয়েলমি আজ তাদের নতুন বাজেট স্মার্টফোন Realme Note 60X লঞ্চ করল। এর দাম রাখা হয়েছে প্রায় 7,000 টাকা। জল-ধূলো থেকে ফোনকে রক্ষা করতে এতে IP54 রেটিং রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে ইউনিসোক T612 চিপসেট ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি আপাতত ফিলিপাইনে লঞ্চ হয়েছে। এতে 4 জিবি ফিজিক্যাল র‌্যাম এবং 8 জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। আসুন রিয়েলমি নোট 60x এর দাম এবং ফিচার দেখে নেওয়া যাক

Realme Note 60X এর দাম ও কালার ভ্যারিয়েন্ট

রিয়েলমি নোট 60X এর 4GB র‌্যাম + 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 4,799 পেসো (প্রায় 7,000 টাকা)। এটি মার্বেল ব্ল্যাক এবং ওয়াইল্ডারনেস গ্রিন কালারে এসেছে।

রিয়েলমি নোট 60X এর স্পেসিফিকেশন ও ফিচার

রিয়েলমি নোট 60X ফোনের সামনে দেখা যাবে 6.74-ইঞ্চি HD+ (720 x 1,600 পিক্সেল) স্ক্রিন, যা 90Hz রিফ্রেশ রেট, 180Hz টাচ স্যাম্পলিং রেট, 560 নিটস পিক ব্রাইটনেস লেভেল সাপোর্ট করবে। এতে আই কমফোর্ট মোড পাওয়া যাবে। ডিভাইসটি ইউনিসোক T612 চিপসেট দ্বারা চালিত, যার সাথে 4 জিবি র‌্যাম এবং 64 জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত আছে। ভার্চুয়াল র‌্যামের মাধ্যমে এর র‌্যাম 12 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড 14-ভিত্তিক রিয়েলমি ইউআই 5.0 কাস্টম অপারেটিং সিস্টেমে চলে।

ক্যামেরার কথা বললে, রিয়েলমি নোট 60X এর পিছনে 8 মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে 5 মেগাপিক্সেল সেন্সর আছে। আর এতে রেইন ওয়াটার স্মার্ট টাচ ফিচার সাপোর্ট করায় ভেজা হাতে বা বৃষ্টিতেও টাচস্ক্রিন ব্যবহার করা যাবে। ডিভাইসটি 5,000mAh ব্যাটারি সহ এসেছে। এতে ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে 10W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে। হ্যান্ডসেটটি ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP54 রেটিং সহ লঞ্চ হয়েছে।

Tags:    

Similar News