Redmi K80 সিরিজের সামনে সব রেকর্ড ভেঙে চুরে চুরমার, 10 দিনে বিক্রি ছাড়ালো 10 লক্ষ
Redmi K80 মডেলে আছে স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট। Redmi K80 Pro মডেলে পাওয়া যাবে স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট।
গতমাসের শেষের দিকে Redmi K80 সিরিজ চীনে লঞ্চ হয়েছে। এরই মধ্যে রেকর্ড গড়ে ফেলেছে সিরিজটি। জানা গেছে যে, লঞ্চের 10 দিনের মধ্যে এই সিরিজের ফোনগুলির 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ ইউনিট বিক্রি হয়ে গেছে, যা রেডমি K সিরিজের ইতিহাসে প্রথমবার। গত 27 নভেম্বর লঞ্চের পর প্রথম সেলে 660,000 ইউনিট বিক্রি হয়েছিল বলে জানিয়েছিল রেডমি। এর আগে কোনো K সিরিজ প্রথম সেলে এত পরিমাণ বিক্রি হয়নি।
রেডমির জেনারেল ম্যানেজার, ওয়াং টেং থমাস K80 সিরিজ নিয়ে যথেষ্ট আশাবাদী। তিনি জানিয়েছেন যে, 2025 সালেও এই সিরিজের ফ্ল্যাগশিপ ফোনগুলি বাজারে আগ্রহ তৈরি করতে রাখতে সক্ষম হবে। এখনও পর্যন্ত এই সিরিজ হল রেডমির সবচেয়ে শক্তিশালী ফ্ল্যাগশিপ। এতে যেমন পাওয়ারফুল প্রসেসর ব্যবহার করা হয়েছে, তেমনি আছে বড় ব্যাটারি ও দুর্দান্ত ক্যামেরা।
Redmi K80 সিরিজের দাম ও ফিচার
প্রথমেই বলি যে, এই সিরিজের অধীনে রেডমি K80 ও রেডমি K80 প্রো ফোন দুটি লঞ্চ হয়েছে। আর এই সিরিজের দাম শুরু হয়েছে 2499 ইউয়ান থেকে, যা প্রায় 29,100 টাকার সমান। সিরিজের বেস মডেলে আছে স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট। যেখানে প্রো মডেলে পাওয়া যাবে স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট।
উভয় স্মার্টফোনে দেওয়া হয়েছে ফ্লাট OLED LTPS ডিসপ্লে, যা 2K রেজোলিউশন অফার করে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য এগুলিতে ব্যবহার করা হয়েছে আল্ট্রাসনিক ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। K80 ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ ও 6550mAh ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
অন্যদিকে প্রো ডিভাইসে দুটি 50 মেগাপিক্সেল সেন্সর ও 32 মেগাপিক্সেল সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও 120W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট সহ 6000mAh ব্যাটারি আছে। আবার এতে 50W ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করবে।
উল্লেখ্য, রেডমি K80 সিরিজের লঞ্চ ইভেন্টে সংস্থাটি রেডমি ব্র্যান্ডের নতুন মাইলস্টোনের কথা তুলে ধরেছিল। সংস্থাটির দাবি গত 11 বছরে 105টি দেশে ব্যবসা করে তারা 1.11 বিলিয়ন রেডমি ফোন বিক্রি করেছে।