Redmi Note 14 5G কম দামে OLED ডিসপ্লে সহ লঞ্চ হল, 50MP ক্যামেরা সহ রয়েছে AI ফিচার
ভারতে লঞ্চ হওয়া Redmi Note 14 5G হল মিডিয়াটেক ডাইমেনসিটি 7025 আল্ট্রা চিপসেট সহ আসা প্রথম ফোন। এতে 120Hz রিফ্রেশ রেট ও 2100 নিটস পিক ব্রাইটনেস সহ ফ্ল্যাট OLED স্ক্রিন দেওয়া হয়েছে।
Highlights
• Redmi Note 14 5G স্মার্টফোন আজ ভারতে লঞ্চ হয়েছে। সিরিজের বেস মডেলের দাম শুরু হয়েছে 18,999 টাকা থেকে। এই মূল্য 6GB + 128GB ভ্যারিয়েন্টের।
• রেডমি নোট 14 5G এর প্রথম সেল শুরু হবে 13 ডিসেম্বর। আপনি Amazon.in, mi.com এবং অফলাইন রিটেল স্টোর থেকে ডিভাইসটি কিনতে পারবেন।
• সেল অফার হিসেবে আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড থেকে পেমেন্ট করে ফোনটি কিনলে 1,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হবে।
রেডমি আজ ভারতে তাদের নতুন Redmi Note 14 5G সিরিজের স্মার্টফোন লঞ্চ করেছে। সিরিজের বেস মডেলের দাম শুরু হয়েছে 18,999 টাকা থেকে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7025 আল্ট্রা চিপসেট সহ আসা প্রথম ফোন। এতে 120Hz রিফ্রেশ রেট ও 2100 নিটস পিক ব্রাইটনেস সহ ফ্ল্যাট OLED স্ক্রিন দেওয়া হয়েছে। সাথে রয়েছে এআই ইরেজ, এআই ম্যাজিক স্কাই এবং এআই অ্যালবাম ফিচার। চলুন রেডমি নোট 14 5G এর দাম, সেল অফার এবং যাবতীয় ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক
Redmi Note 14 5G দাম ও কালার ভ্যারিয়েন্ট
রেডমি নোট 14 5G ভারতে টাইটান ব্ল্যাক, মিস্টিক হোয়াইট ও ফ্যান্টম পার্পেল কালার ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনটির 6GB + 128GB মডেলের দাম রাখা হয়েছে 18,999 টাকা। আবার 8GB + 128GB মডেলের মূল্য ধার্য করা হয়েছে 19,999 টাকা এবং 8GB + 256GB মডেল কিনতে খরচ করতে হবে 21,999 টাকা।
রেডমি নোট 14 5G সেলের তারিখ ও অফার
নোট 14 5G এর প্রথম সেল শুরু হবে 13 ডিসেম্বর। আপনি Amazon.in, mi.com এবং অফলাইন রিটেল স্টোর থেকে ডিভাইসটি কিনতে পারবেন। সেল অফার হিসেবে আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড থেকে পেমেন্ট করে ফোনটি কিনলে 1,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হবে। এর পাশাপাশি, এক্সচেঞ্জ বোনাসও পাওয়া যাবে।
রেডমি নোট 14 5G এর ফিচার ও স্পেসিফিকেশন
রেডমির নতুন ফোনে 120Hz রিফ্রেশ রেট, 2100 নিটস পিক ব্রাইটনেস সহ 6.67-ইঞ্চি FHD+ ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7025 আল্ট্রা প্রসেসর। তাপ নিয়ন্ত্রণের জন্য এই ডিভাইসে 7,820.5 মিমি² গ্রাফাইট শীট উপস্থিত। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক হাইপারওএস কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে। এতে 2টি অ্যান্ড্রয়েড ওএস আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট আসবে।
ক্যামেরার কথা বললে, রেডমি নোট 14 5G ফোনে ওআইএস সহ 50 মেগাপিক্সেল সনি এলওয়াইটি -600 সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এটি IP64 ধুলো এবং জল প্রতিরোধের রেটিং সহ এসেছে। পাওয়ার দেওয়ার জন্য এতে 5110mAh ব্যাটারি দেওয়া হয়েছে, এই ব্যাটারি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।