Redmi Note 14 Pro ও Pro Plus গরম জলে ডুবিয়ে রাখলেও নষ্ট হবে না, থাকবে IP69 রেটিং

Redmi Note 14 এর 6GB + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 21,999 টাকা, 8GB + 128GB মডেলের দাম 22,999 টাকা এবং 8GB + 256GB ভ্যারিয়েন্টের দাম 24,999 টাকা‌ রাখা হতে পারে। Redmi Note 14 Pro এর 8GB+128GB ভ্যারিয়েন্টের দাম 28,999 টাকা, 8GB+256GB ভ্যারিয়েন্টের দাম 30,999 টাকা থাকবে।;

Update: 2024-12-08 07:37 GMT

শাওমির নতুন Redmi Note 14 সিরিজের স্মার্টফোন বাজারে আসতে চলেছে। আগামী 9 ডিসেম্বর ভারতে লঞ্চ হবে এই সিরিজের ফোনগুলি। তার আগে আজ শাওমি ইন্ডিয়া নিশ্চিত করেছে যে আসন্ন Redmi Note 14 Pro ও Redmi Note Pro+ মডেল দুটি IP69 রেটিং সহ লঞ্চ হবে। অর্থাৎ ডিভাইস দুটি জল প্রতিরোধী হবে। শাওমি এর আগে ইঙ্গিত দিয়েছিল যে এদের গ্লোবাল ভ্যারিয়েন্টে IP68 রেটিং থাকবে, তবে এখন সংস্থাটি স্পষ্ট করেছে যে আসন্ন রেডমি নোট 14 প্রো সিরিজের গ্লোবাল ভ্যারিয়েন্টগুলি IP69 রেটিং সহ আসবে। উল্লেখ্য এই সিরিজের ফোনগুলি সেপ্টেম্বরে চীনে লঞ্চ হয়েছিল।

IP69 রেটিং বলতে কি বুঝায়?

আইপি 69 রেটিংয়ের অর্থ হল রেডমি নোট 14 প্রো সিরিজের স্মার্টফোনগুলি জলের সংস্পর্শে এলে এবং এমনকি গরম জলে ডুবিয়ে রাখলেও কোনও ক্ষতি হবে না। এর ফলে আপকামিং ডিভাইসগুলি শাওমির 2024 সালের ফ্ল্যাগশিপ মডেল - শাওমি 15 এবং শাওমি 15 প্রো সহ বাজারের অন্যান্য অনেক স্মার্টফোনের থেকে আলাদা হবে।

রেডমি নোট 14 প্রো এবং প্রো প্লাস এর স্পেসিফিকেশন ও ফিচার

ডিসপ্লের কথা বললে Redmi Note 14 Pro এবং Pro Plus উভয় মডেলেই 1.5K রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 3000 নিটস পিক ব্রাইটনেস সহ 6.67-ইঞ্চি কার্ভড অ্যামোলেড স্ক্রিন থাকবে। ডিসপ্লেটি এইচডিআর 10+ এবং ডলবি ভিশন সাপোর্ট করবে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য এগুলিতে পাওয়া যাবে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

রেডমি নোট 14 প্রো প্লাস (চীনা ভ্যারিয়েন্ট) মডেলে ট্রিপল রিয়ার সেটআপ ক্যামেরা সিস্টেম রয়েছে। এই ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা। তবে রিপোর্ট অনুযায়ী, নোট 14 প্রো সিরিজের গ্লোবাল মডেলে 200-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে।

রেডমি নোট 14 সিরিজের বিভিন্ন মডেলের দাম

এই সিরিজে তিনটি মডেল অন্তর্ভুক্ত থাকবে: রেডমি নোট 14 প্রো প্লাস, রেডমি নোট 14 প্রো এবং রেডমি নোট 14। ভারতে এই সিরিজের দাম শুরু হতে পারে 21,999 টাকা থেকে।

টিপস্টারদের তরফে দাবি করা হয়েছে যে ভারতে রেডমি নোট 14 এর 6GB + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 21,999 টাকা, 8GB + 128GB মডেলের দাম 22,999 টাকা এবং 8GB + 256GB ভ্যারিয়েন্টের দাম 24,999 টাকা‌ রাখা হতে পারে।

রেডমি নোট 14 প্রো এর 8GB+128GB ভ্যারিয়েন্টের দাম 28,999 টাকা, 8GB+256GB ভ্যারিয়েন্টের দাম 30,999 টাকা থাকবে।

আবার রেডমি নোট 14 প্রো প্লাস এর 8GB + 128GB ভ্যারিয়েন্টের মূল্য 34,999 টাকা, 8GB + 256GB ভ্যারিয়েন্টের মূল্য 36,999 টাকা এবং 12GB + 512GB ভ্যারিয়েন্টের মূল্য 39,999 টাকা ধার্য করা হবে বলে আশা করা হচ্ছে।

Tags:    

Similar News