টেক্কা পাবে না কেউ, Redmi Turbo 4 Pro আসছে সবচেয়ে বড় 7500mAh ব্যাটারির সাথে
গত কয়েক মাসে লঞ্চ হওয়া বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ স্মার্টফোনে আমরা 6,000mAh থেকে 6, 500mAh পর্যন্ত ব্যাটারি থাকতে দেখেছি। তবে সম্প্রতি লঞ্চ হওয়া Realme Neo 7 এই রীতিও ভেঙে দিয়েছে। এই ফোনে রিয়েলমি 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। তবে রিয়েলমির এই ডিভাইসটিও কত দিন শীর্ষস্থান ধরে রাখবে তা নিয়ে সন্দেহ আছে। কারণ নয়া একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে রেডমি 2025 সালে 7,500mAh ব্যাটারি সহ একটি ফোন আনতে চলেছে।
Redmi Turbo 4 Pro স্মার্টফোনে থাকতে পারে 7500mAh ব্যাটারি
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে শাওমির একটি সাব ব্র্যান্ড 7,500mAh ব্যাটারি এবং 90W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি ফোন পরীক্ষা করছে। তিনি দাবি করেছেন যে, এটি একটি হাই পারফরম্যান্স ডিভাইস হবে, যাতে ফ্ল্যাট ডিসপ্লে থাকবে।
এই স্মার্টফোনে টেলিফোটো লেন্স দেওয়া হবে এবং এর সাথে প্রাইমারি সেন্সর পাওয়া যাবে। ডিজিটাল চ্যাট স্টেশন আরও জানিয়েছেন, 2025 সালের প্রথমার্ধে এই পারফরম্যান্স-কেন্দ্রিক ফোনটি লঞ্চ হবে। এটি রেডমি টার্বো 4 প্রো হতে পারে। কারণ 2025 সালের মার্চের শেষের দিকে রেডমি টার্বো 4 সিরিজ লঞ্চ হওয়ার কথা। পাশাপাশি টিপস্টার আগে একটি পোস্টে দাবি করেছিলেন যে, রেডমি তাদের সবচেয়ে বড় ব্যাটারির ফোন আগামী বছর লঞ্চ করবে।
জানা গেছে, Redmi Turbo 4 Pro তে হালকা বেজেল সহ ওএলইডি এলটিপিএস স্ক্রিন পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন 8 এস এলিট চিপসেট। ডিভাইসটি মেটাল ফ্রেম এবং গ্লাস ব্যাকের সাথে আসবে বলে আশা করা হচ্ছে। রেডমি ফোনটি বিশ্ব বাজারে পোকো ব্র্যান্ডের সাথেও পাওয়া যেতে পারে। অনুমান করা হচ্ছে যে টার্বো 4 প্রো ফোনটি Poco F7 নামে গ্লোবাল মার্কেটে পা রাখবে।