Samaung প্রায় আড়াই বছর আগে লঞ্চ করা স্মার্টফোনে Android 12 আপডেট দিল
গত বছর ফ্ল্যাগশিপ দিয়ে সূচনা করে তারপর মিড-রেঞ্জ ও নানা বাজেট স্মার্টফোনে অ্যান্ড্রয়েডের দ্বাদশ সংস্করণ রোলআউট করছে Samsung। মূলত Android 13 রিলিজের আগে যাতে যোগ্য হ্যান্ডসেটগুলির অপারেটিং সিস্টেম Android 12 ভার্সনে ভার্সনে আপপ্রেড থাকে, তা কনফার্ম করতে চাইছে দক্ষিণ কোরিয়ান টেক জায়েন্টটি। এবার আমেরিকা যুক্তরাষ্ট্রে বিক্রিত Samsung Galaxy A21 এর ক্যারিয়ার লকড মডেলে Android 12 চলে এল।
Galaxy A21 মডেলে Android 12 নির্ভর One UI Core 4.1 মোবাইল সফটওয়্যার A215USQU7CVI3 ফার্মওয়্যার সংস্করণের সাথে এসেছে। নয়া আপডেটে জুলাই মাসের সিকিউরিটি প্যাচও অর্ন্তভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, আনলকড ভার্সনে এখনও Android 12 না এলেও, খুব শীঘ্রই তা রোলআট করা হবে বলে আশা করা যায়।
Samsung Galaxy A21 ব্যবহারকারীরা আপডেট ইন্সটলের পর কালার প্যালেট, আধুনিক স্টাইলের উইজেট, অগমেন্টেড রিয়েলিটি ইমোজি, নতুন উইজেট পিকার ইউআই, অ্যাডভ্যান্সড অলওয়েজ অন ডিসপ্লে, এনহ্যান্সড ডার্ক মোড-সহ বিভিন্ন ফিচার অ্যাক্সেস করতে পারবেন। ক্যামেরা ও মাইক্রোফোন ইন্ডিকেটরের মতো প্রচুর প্রাইভেসি ও সিকিউরিটি ফিচারও যুক্ত হয়েছে। ডিভাইস কেয়ার সেকশনের নকশাতেও উন্নতি হয়েছে।
প্রসঙ্গত, এই স্মার্টফোন ২০২০-এর এপ্রিলে ঘোষণা করা হয়েছিল। স্পেসিফিকেশনগুলির কথা বললে, এতে ৬.৫ ইঞ্চি ৯০ এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর, ১৬+৮+২+২ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৩ জিবি র্যাম + ৩২ জিবি পর্যন্ত স্টোরেজ, এবং ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৪,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।