Samsung Galaxy F16 5G অ্যামোলেড ডিসপ্লে ও 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ আগামী মাসে ভারতে লঞ্চ হচ্ছে
গ্যালাক্সি F16 5G এর ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি হতে পারে, 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।;
Samsung সবসময় ভিন্ন ভিন্ন দামের স্মার্টফোন লঞ্চ করে। আগামী মাসেই প্রিমিয়াম রেঞ্জে আসছে Samsung Galaxy S25 সিরিজ। এর পাশাপাশি মিড রেঞ্জ ও বাজেট রেঞ্জের কয়েকটি ফোন শীঘ্রই লঞ্চ হবে। এরমধ্যে অন্যতম Samsung Galaxy F16 5G। ইতিমধ্যেই এর স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। এখন আবার এই ডিভাইসের ডিজাইন রেন্ডার ফাঁস হয়েছে।
Samsung Galaxy F16 5G এর রেন্ডার ফাঁস
স্মার্টপ্রিক্স গতকাল গ্যালাক্সি F16 5G এর কয়েকটি ছবি শেয়ার করেছে। যদিও কিছুক্ষণ পরে ছবিগুলি ডিলিট করে দেওয়া হয়। রেন্ডার অনুযায়ী, গ্যালাক্সি F16 5G মেটাল রিয়ার ক্যামেরা আইল্যান্ড সহ আসবে এবং তিনটি সেন্সর পাওয়া যাবে। ডিভাইসটি বিভিন্ন কালার অপশন ও গ্রেডিয়েন্টে লঞ্চ হবে।
Samsung Galaxy F16 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন
স্পেসিফিকেশন এবং ফিচারের কথা বললে, গ্যালাক্সি F16 5G এর ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি হতে পারে, 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। এই স্যামসাং ফোনে 90Hz রিফ্রেশ রেট সহ 6.7-ইঞ্চি Full HD+ Infinity-U সুপার AMOLED ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300+ প্রসেসর।
লেটেস্ট এই ডিভাইসে, 25W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি দেওয়া হবে। আশা করা হচ্ছে যে নতুন স্মার্টফোনটি আগামী মাসে ভারতীয় বাজারের লঞ্চ হবে এবং অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।